Ajker Patrika

কর্ণফুলী টানেল সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী যুবকের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪: ১৬
কর্ণফুলী টানেল সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহী যুবকের

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল অ্যাপ্রোচ সড়কে ট্রাকের ধাক্কায় মো. আনোয়ার পারভেজ (৩০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু টানেল অ্যাপ্রোচ সড়ক বৈরাগ মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পারভেজ আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ সৈয়দের ছেলে। পরিবারে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি কোরিয়ান কেইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সাইকেলে চালিয়ে আজ মঙ্গলবার ভোরে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সোহেল বলেন, পারভেজ ভোর সাড়ে ৬টার দিকে সাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই আনোয়ার শাহাদাত বলেন, ‘আমার বড় ভাই প্রতিদিনের মতো আজ সকালেও সাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সালিস না মেনে মামলা, ক্ষিপ্ত মেম্বার-চেয়ারম্যানরা হত্যা করেন মা ও ছেলে-মেয়েকে: র‍্যাব

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত