Ajker Patrika

নিউট্রিশন সোসাইটি অফ চট্টগ্রামের আত্মপ্রকাশ

নিউট্রিশন সোসাইটি অফ চট্টগ্রামের আত্মপ্রকাশ

চট্টগ্রামে আত্মপ্রকাশ ঘটলো ‘নিউট্রিশন সোসাইটি অফ চট্টগ্রাম’ এর। পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপিকে সভাপতি এবং পুষ্টিবিদ মো. ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে এর কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে নগরীর জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জন্মের পূর্ব থেকে মৃত্যু পর্যন্ত সুষম খাবারের বিকল্প নেই। বিভিন্ন রোগ প্রতিরোধে ও নিয়ন্ত্রণে খাদ্যের আছে বিশেষ ভুমিকা। নিউট্রিশন সোসাইটি অব চট্টগ্রাম এসব বিষয় নিয়ে কাজ করে যাবে বলে জানান, নিউট্রিশন সোসাইটি অব চট্টগ্রামের প্রথম সভাপতি হাসিনা আক্তার লিপি।

সাধারন সম্পাদক পুষ্টিবিদ মো. ইকবাল হোসেন বলেন, ‘মানুষকে ব্যালেন্স ডায়েটের ব্যাপারে সচেতন করা, ডায়েট যে মানুষের ওষুধ হিসাবে কাজ করে সেটার প্রসার ঘটানো এবং সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে পুষ্টিজ্ঞান পৌঁছে দেওয়ায় আমাদের প্রধান লক্ষ্য।‘

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত