Ajker Patrika

চবি শিক্ষার্থীকে ‘রড দিয়ে’ পেটাল দোকানিরা

চবি প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৮: ২৮
চবি শিক্ষার্থীকে ‘রড দিয়ে’ পেটাল দোকানিরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীকে রড দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানিদের বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত ৪টার দিকে ক্যাম্পাসের লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত শাহরিয়ার শাকিল যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মারধরের সময় দোকানিরা মোবাইল ফোন, মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেন বলে ওই শিক্ষার্থীর অভিযোগ। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ভুক্তভোগীর বন্ধুর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বলেছি, প্রক্টর কার্যালয় ও থানায় একটি অভিযোগ দিতে। হাটহাজারী থানার ওসিকেও আমি জানিয়েছি। তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন।’ 

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা অবগত আছি। আমরা ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছি।’

ঘটনার প্রত্যক্ষদর্শী একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে শাকিল লেভেল ক্রসিংয়ের একটি দোকানে যায়। দোকানে বসলে, দোকানদার অশোভনভাবে তাকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে দোকানদারের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে দোকানদার তাকে ডাকাত বলে রড দিয়ে মারধর শুরু করে করে। পরে আশপাশের আরও কয়েকজন যোগ দেয়।’

মাহবুব হাসান আরও বলেন, ‘তার পায়ে রড ঢুকিয়ে দেওয়া হয়, ডান হাতে, মাথায় ও সারা শরীরের রড দিয়ে আঘাত করে। তার পায়ে, হাতে, কপালে অনেকগুলো সেলাই লাগে। পুরো শরীরে রড দিয়ে মারধর করার দাগ আছে। এ সময় তার মোবাইল, মানিব্যাগও নিয়ে যায় তারা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত