Ajker Patrika

সীতাকুণ্ডে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে কয়েকটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিচ্ছিন্ন বগিগুলো রেললাইন থেকে ছিটকে না পড়ায় প্রাণে রক্ষা পেয়েছেন পাঁচ শতাধিক যাত্রী। 

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

জানা যায়, আজ বেলা দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় মহানগর এক্সপ্রেস ট্রেন। এটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রমের সময় ইঞ্জিনের হুক ভেঙে ট্রেনের ৭-৮টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

এতে ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে ঢাকা মুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী দলের সদস্যরা আরেকটি ইঞ্জিনের সাহায্যে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো যুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

 এ বিষয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিচ্ছিন্ন হওয়া বগিগুলোতে ৪-৫ শতাধিক যাত্রী ছিল। তবে তাঁরা কেউ হতাহত হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত