প্রতিনিধি, মহেশখালী
মহেশখালীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে মায়ের খাইয়ে দেওয়া বিষে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া মা তাঁর আরও দুই সন্তানকে বিষ খাইয়ে দেন এবং নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার ছোট মহেশখালীর ইউনিয়নের সিপাহিরপাড়া এলাকার দিনমজুর ইয়ার মোহাম্মদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষপানকারীরা হলেন, ইয়ার মোহাম্মদ এর স্ত্রী মুর্শেদা আক্তার (৩০), ছেলে রাকিবুল হাসান (৫), মেয়ে নাফিজা আক্তার (৩) ও ১৪ মাস বয়সী শিশু কন্যা মায়া নুর আক্তার। এর মধ্যে মায়া নুর আক্তার মৃত্যুবরণ করেছেন।
শিশুর পিতা ইয়ার মোহাম্মদ বলেন, ‘দু’মাস আগে তাঁর স্ত্রীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছিল। এ নিয়ে তাঁর বোনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সে সময় বাপের বাড়ি চলে যান স্ত্রী মুর্শেদা। কিছুদিন পর বিরোধ মিটিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন ইয়ার মোহাম্মদ। কোরবানির দিন তাঁর বোনের বাড়ি থেকে মাংস পাঠায়। কিন্তু পূর্ব বিরোধের জেরে ননদের পাঠানো মাংস রান্না করতে অস্বীকৃতি জানায় মুর্শেদা। এ নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বে এনে রাখা বিষ খাইয়ে দিয়ে পরিবারের সবাইকে মেরে ফেরার চেষ্টা করে।’
ইয়ার মোহাম্মদ আরও জানান, ‘কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই সন্তান ছেলে রাকিবুল হাসান ও মেয়ে নাফিজা আক্তারের জ্ঞান ফিরেছে। বিষ খাইয়ে দেওয়ার বিষয়টি স্ত্রী মুর্শেদা বেগম স্বীকার করেছেন।’
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জাকারিয়া জানান, বুধবার রাত ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্থানীয় দিনমজুর ইয়ার মোহাম্মদ এর তিন শিশু সন্তানকে বিষ খাইয়ে দেন মা মুর্শেদা আক্তার। এ সময় তিনিও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা ছেলেমেয়েদের কান্নাকাটির শব্দ পেয়ে উঁকি দেয় কিন্তু দরজা বন্ধ দেখতে পান। তাঁদের ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১৪ মাস বয়সী মায়া নুর আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুই শিশুসহ মা মুর্শেদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, ‘কোরবানি মাংসের জের ধরে পরিবারের সবাই বিষপানের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মহেশখালীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে মায়ের খাইয়ে দেওয়া বিষে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া মা তাঁর আরও দুই সন্তানকে বিষ খাইয়ে দেন এবং নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার ছোট মহেশখালীর ইউনিয়নের সিপাহিরপাড়া এলাকার দিনমজুর ইয়ার মোহাম্মদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষপানকারীরা হলেন, ইয়ার মোহাম্মদ এর স্ত্রী মুর্শেদা আক্তার (৩০), ছেলে রাকিবুল হাসান (৫), মেয়ে নাফিজা আক্তার (৩) ও ১৪ মাস বয়সী শিশু কন্যা মায়া নুর আক্তার। এর মধ্যে মায়া নুর আক্তার মৃত্যুবরণ করেছেন।
শিশুর পিতা ইয়ার মোহাম্মদ বলেন, ‘দু’মাস আগে তাঁর স্ত্রীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছিল। এ নিয়ে তাঁর বোনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সে সময় বাপের বাড়ি চলে যান স্ত্রী মুর্শেদা। কিছুদিন পর বিরোধ মিটিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন ইয়ার মোহাম্মদ। কোরবানির দিন তাঁর বোনের বাড়ি থেকে মাংস পাঠায়। কিন্তু পূর্ব বিরোধের জেরে ননদের পাঠানো মাংস রান্না করতে অস্বীকৃতি জানায় মুর্শেদা। এ নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বে এনে রাখা বিষ খাইয়ে দিয়ে পরিবারের সবাইকে মেরে ফেরার চেষ্টা করে।’
ইয়ার মোহাম্মদ আরও জানান, ‘কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই সন্তান ছেলে রাকিবুল হাসান ও মেয়ে নাফিজা আক্তারের জ্ঞান ফিরেছে। বিষ খাইয়ে দেওয়ার বিষয়টি স্ত্রী মুর্শেদা বেগম স্বীকার করেছেন।’
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জাকারিয়া জানান, বুধবার রাত ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্থানীয় দিনমজুর ইয়ার মোহাম্মদ এর তিন শিশু সন্তানকে বিষ খাইয়ে দেন মা মুর্শেদা আক্তার। এ সময় তিনিও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা ছেলেমেয়েদের কান্নাকাটির শব্দ পেয়ে উঁকি দেয় কিন্তু দরজা বন্ধ দেখতে পান। তাঁদের ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১৪ মাস বয়সী মায়া নুর আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুই শিশুসহ মা মুর্শেদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকারী (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, ‘কোরবানি মাংসের জের ধরে পরিবারের সবাই বিষপানের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৩২ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৪০ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে