Ajker Patrika

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে চুরমার ৪ ফিশিং ট্রলার, ৩ মাঝিমাল্লা নিখোঁজ

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৫: ০৩
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে চুরমার ৪ ফিশিং ট্রলার, ৩ মাঝিমাল্লা নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চারটি ফিশিং ট্রলার চুরমার হয়ে গেছে। নিখোঁজ রয়েছেন তিন মাঝিমাল্লা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের গ্যাসের ট্যাংকি এলাকায় ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারগুলো।

ফিশিং ট্রলারের মালিক সমিতির সূত্র ও স্থানীয় নুরুল আলম জানান, ভোরে বাঁশখালীর চাম্বল এলাকার প্রায় ২০টি ফিশিং ট্রলার মাছ ধরার জন্য বাংলা বাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়লে চারটি ট্রলার মুহূর্তের মধ্যে চুরমার হয়ে সমুদ্রের পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা মাঝিমাল্লারা পানিতে ভাসতে ভাসতে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় প্রাণে রক্ষা পান এবং উপকূলে চলে আসেন। এখনো তিনজন মাঝিমাল্লার খোঁজ মেলেনি বলে জানান সমুদ্র থেকে ফিরে আসা জেলে রমিজ উদ্দিন।

স্থানীয় নুরুল আলম জানান, ক্ষতিগ্রস্ত চার ফিশিং ট্রলারের মালিকদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে লন্ডভন্ড ট্রলারগুলো হচ্ছে হেফাজতুল ইসলামের মালিকানাধীন এফবি মুশফিক, এফবি ফারুক, এফবি কেফায়াতুল্লা, এফবি নন্না মিয়া। মালিকের বাড়ি উপজেলা চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।

এ ব্যাপারে চাম্বল বাংলা বাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম বলেন, ভোরে ট্রলারগুলো মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গিয়েছিল। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। বেশির ভাগ মাঝিমাল্লা উপকূলে চলে এলেও এখনো তিন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে বাঁশখালীর ফিশিং ট্রলার ঝড়ের কবলে ডুবে যাওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ডের মাধ্যমে তিন মাঝিমাল্লার খোঁজখবর নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত