চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৭তম কোর্সে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত কমিশন অফিসার শেখ সাজিদ আল আহমেদ (২২)। এতে তাঁর বান্ধবী চবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীও আহত হন।
সাজিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তথ্যমতে, চমেক হাসপাতালেই তার চিকিৎসা চলছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাম বাগান এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এনামুল হককে আহবায়ক করে ও দুই সহকারী প্রক্টরের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুপারিশসহ দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী সেনাবাহিনীর কমিশন অফিসার এবং তার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাম বাগানে ঘুরতে যান। এ সময় দুজন এসে তাঁদের ওপর আক্রমণ করে। এতে সাজিদের বাহুতে আঘাত লাগে। তার পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। তাঁদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাজিদকে চমেকে পাঠানো হয়।
সাজিদের বান্ধবী বলেন, ‘সাজিদের এক বন্ধু বলেছিল, পাম বাগানের দিকে সুন্দর একটি জায়গা আছে। তাই আমরা ওইদিকে ঘুরতে যাই। এরপরই আমাদের ওপর এ হামলা হয়। এতে আমি নিজেও কিছুটা আহত হয়েছি।’
দুর্বৃত্তদের হামলার সময় সাজিদের মোবাইল ফোন নিচে পড়ে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও পুলিশ তা পায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা মোবাইল ফোন নিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর ম্যানিব্যাগ ও তার বান্ধবীর হ্যান্ডব্যাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রক্টরিয়াল বডির এক সদস্য।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আওতার একটু বাইরে বৃহস্পতিবার একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীর রামদার কোপে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তাঁর বন্ধু আহত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তার নাম জানা যায় নি। আর এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এনামুল হককে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৭তম কোর্সে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত কমিশন অফিসার শেখ সাজিদ আল আহমেদ (২২)। এতে তাঁর বান্ধবী চবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীও আহত হন।
সাজিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তথ্যমতে, চমেক হাসপাতালেই তার চিকিৎসা চলছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাম বাগান এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এনামুল হককে আহবায়ক করে ও দুই সহকারী প্রক্টরের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুপারিশসহ দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী সেনাবাহিনীর কমিশন অফিসার এবং তার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাম বাগানে ঘুরতে যান। এ সময় দুজন এসে তাঁদের ওপর আক্রমণ করে। এতে সাজিদের বাহুতে আঘাত লাগে। তার পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। তাঁদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে সাজিদকে চমেকে পাঠানো হয়।
সাজিদের বান্ধবী বলেন, ‘সাজিদের এক বন্ধু বলেছিল, পাম বাগানের দিকে সুন্দর একটি জায়গা আছে। তাই আমরা ওইদিকে ঘুরতে যাই। এরপরই আমাদের ওপর এ হামলা হয়। এতে আমি নিজেও কিছুটা আহত হয়েছি।’
দুর্বৃত্তদের হামলার সময় সাজিদের মোবাইল ফোন নিচে পড়ে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও পুলিশ তা পায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা মোবাইল ফোন নিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর ম্যানিব্যাগ ও তার বান্ধবীর হ্যান্ডব্যাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রক্টরিয়াল বডির এক সদস্য।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আওতার একটু বাইরে বৃহস্পতিবার একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীর রামদার কোপে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং তাঁর বন্ধু আহত হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তার নাম জানা যায় নি। আর এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এনামুল হককে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
নাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
২ ঘণ্টা আগেধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম একই সুবিধায় পরিচালিত হবে।
২ ঘণ্টা আগে