Ajker Patrika

সড়কবিভাজকের ওপর উল্টে গেল বাস, নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২২, ১৭: ৩৭
সড়কবিভাজকের ওপর উল্টে গেল বাস, নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বাধীন বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে ২ জন নিহত ও ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতরা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন কুমিল্লা জেলার রায়পুরের হুমায়ুন কবিরের ছেলে মো. ফয়সাল (২২), চট্টগ্রাম জেলার পটিয়ার স্বপন আচার্যের ছেলে শান্ত আচার্য (২৩)। 

তাৎক্ষণিক শুধু আহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মো. মোস্তফা (৫৫), হুমায়ুন কবির (৫০), রুপ্না আচার্য (৪০। আহত রুপ্না আচার্য নিহত শান্ত আচার্যের মা। 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্র নাহা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন বাংলা নামের একটি বাস কমলদহ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে পড়ে। বাসটি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ যাচ্ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। পরে আহত অবস্থায় প্রায় ৮ জন যাত্রীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত