Ajker Patrika

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
পাখি শিকারের ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
পাখি শিকারের ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারায় ইছামতী নদীর পাড় ও বিল থেকে শিকারের পর জবাই করা প্রায় ৭০০ পাখি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে আনোয়ারা থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর এলাকা থেকে তিনটি বস্তায় ভর্তি পাখিগুলো জব্দ করে। সেখানে জবাই করা ১৩৫টি শালিক, ৪২২টি চড়ুই ও ১৪০টি বাবুই পাখি পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন মো. ছৈয়দুল আলম, মো. ইদ্রিস ও শামসুল মো. সোহেল। তাঁরা পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের আজম উল্লাপাড়া এলাকার বাসিন্দা।

চট্টগ্রামের আনোয়ারায় ইছামতী নদীর পাড় ও বিল থেকে শিকার করা পাখি। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের আনোয়ারায় ইছামতী নদীর পাড় ও বিল থেকে শিকার করা পাখি। ছবি: আজকের পত্রিকা

এলাকাবাসী জানান, ফাল্গুন মাসের এ সময়ে ইছামতী নদী ও বিলে পানি কম থাকে। তখন ধানের জমিতে ছোট মাছ ও পোকা খেতে ছুটে আসে বিভিন্ন প্রজাতির পাখি। এই সুযোগে শিকারিরা অবাধে পাখি নিধনে ব্যস্ত হয়ে পড়ে। জাল ও বিষটোপের ফাঁদে ধরা পড়া পাখিগুলো জবাই করে বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত তিন ব্যক্তি কয়েক দিন ধরে ইছামতী নদীর আশপাশের এলাকা থেকে এসব পাখি শিকার করেন। পরে জবাইয়ের পর পাখিগুলো তিনটি বস্তায় ভরা হয়। বস্তা তিনটি নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে তাঁদের আটক করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জবাই করা পাখিগুলোর বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম বা আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, ‘শিকারিরা জাল-বিষটোপ দিয়ে শিকার শেষে পাখিগুলো জবাই করে বস্তাবন্দী করেছে বলে আমাদের জানিয়েছে। আরও জানিয়েছে, পাখিগুলোর পালক তুলে ফেলে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকার হোটেল-রেস্টুরেন্টে বিক্রি করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত