Ajker Patrika

শ্বশুরবাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৪: ৪৪
শ্বশুরবাড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে রুমা আকতার (২১) নামে এক গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডীর ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর মোবারক আলীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। রুমা আকতার ওই এলাকার প্রবাসী আবু তৈয়বের স্ত্রী।

স্থানীয়রা বলছেন, তিন বছর আগে একই এলাকার নুরুল আলমের মেয়ে রুমা আকতারের সঙ্গে আবু তৈয়বের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর আবু তৈয়ব ওমানে পাড়ি জমান। ঘরে আবু তৈয়বের মা ও স্কুলপড়ুয়া দুই বোনের সঙ্গে থাকতেন রুমা।

নিহত রুমার ভাই মো. ফারুক জানান, বিয়ের পর থেকে আবু তৈয়ব বিদেশে রয়েছেন। তৈয়ব ফোনেও রুমার সঙ্গে কথা বলতেন না। এমনকি ছেলের জন্মের পরও দেশে আসেননি তিনি।

তৈয়বের পরিবার বলছে, গতকাল সোমবার রাত ১১টার দিকে রুমা তাঁর কক্ষে ছেলে ও ননদকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতে রুমা স্বামী তৈয়বের সঙ্গে কথা বলবে বলে অন্য একটি কক্ষে চলে যান। ভোরে রুমার ছেলে মাকে খুঁজতে থাকে। এ সময় ফ্যানের সঙ্গে রুমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত