জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেলতলা এলাকার নেরা পাহাড়ে জনসংহতি সমিতির (জেএসএস) আবাসিক ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি, কার্তুজ, অস্ত্র বহনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় জেএসএসের সদস্যরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।
চলতি বছরের জানুয়ারির ৪, ৫ ও ৬ তারিখ জেএসএসের ক্যাম্পে এই অভিযান চালানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সেনাবাহিনীর জুরাছড়ি জোন।
স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ-পূর্বে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে জুরাছড়ি-মৈদং-দুমদুম্যা সীমান্তে অবস্থিত বেলতলা এলাকা। এই এলাকার পূর্বপাশে নেরা পাহাড়। এখানে যাওয়ার একমাত্র উপায় হাঁটাপথ। পাহাড়টি নির্জন হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত কম।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেএসএসের ৭০ থেকে ১০০ সদস্যের জন্য আবাসিক ক্যাম্প গড়ে তোলা হয় নেরা পাহাড়ে। এই ক্যাম্প থেকে পরিচালনা করা হতো চাঁদাবাজি। সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হতো। ৪, ৫ ও ৬ জানুয়ারি সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অদ্বিতীয়-২ সেখানে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, সেনাবাহিনীর অভিযান টের পেয়ে জেএসএসের আবাসিক ক্যাম্পের সদস্যরা পালিয়ে যায়। তবে ক্যাম্পে গুলি, কার্তুজ, চাঁদাবাজির রসিদ বইসহ বিভিন্ন নথি পাওয়া গেছে। এ ছাড়া এক মেট্রিক টন খাদ্যশস্য ও অনেক গবাদিপশু উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম দেশে কাউকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করে জুরাছড়িকে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেলতলা এলাকার নেরা পাহাড়ে জনসংহতি সমিতির (জেএসএস) আবাসিক ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি, কার্তুজ, অস্ত্র বহনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় জেএসএসের সদস্যরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।
চলতি বছরের জানুয়ারির ৪, ৫ ও ৬ তারিখ জেএসএসের ক্যাম্পে এই অভিযান চালানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সেনাবাহিনীর জুরাছড়ি জোন।
স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ-পূর্বে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে জুরাছড়ি-মৈদং-দুমদুম্যা সীমান্তে অবস্থিত বেলতলা এলাকা। এই এলাকার পূর্বপাশে নেরা পাহাড়। এখানে যাওয়ার একমাত্র উপায় হাঁটাপথ। পাহাড়টি নির্জন হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত কম।
সেনাবাহিনীর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেএসএসের ৭০ থেকে ১০০ সদস্যের জন্য আবাসিক ক্যাম্প গড়ে তোলা হয় নেরা পাহাড়ে। এই ক্যাম্প থেকে পরিচালনা করা হতো চাঁদাবাজি। সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হতো। ৪, ৫ ও ৬ জানুয়ারি সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অদ্বিতীয়-২ সেখানে অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, সেনাবাহিনীর অভিযান টের পেয়ে জেএসএসের আবাসিক ক্যাম্পের সদস্যরা পালিয়ে যায়। তবে ক্যাম্পে গুলি, কার্তুজ, চাঁদাবাজির রসিদ বইসহ বিভিন্ন নথি পাওয়া গেছে। এ ছাড়া এক মেট্রিক টন খাদ্যশস্য ও অনেক গবাদিপশু উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম দেশে কাউকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করে জুরাছড়িকে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৫ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৬ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে