Ajker Patrika

জুরাছড়িতে জেএসএসের ক্যাম্পে সেনা অভিযান, গুলি উদ্ধার

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৫: ০৮
জুরাছড়িতে জেএসএসের ক্যাম্পে সেনা অভিযান, গুলি উদ্ধার

রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেলতলা এলাকার নেরা পাহাড়ে জনসংহতি সমিতির (জেএসএস) আবাসিক ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি, কার্তুজ, অস্ত্র বহনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় জেএসএসের সদস্যরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।

চলতি বছরের জানুয়ারির ৪, ৫ ও ৬ তারিখ জেএসএসের ক্যাম্পে এই অভিযান চালানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ-পূর্বে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে জুরাছড়ি-মৈদং-দুমদুম্যা সীমান্তে অবস্থিত বেলতলা এলাকা। এই এলাকার পূর্বপাশে নেরা পাহাড়। এখানে যাওয়ার একমাত্র উপায় হাঁটাপথ। পাহাড়টি নির্জন হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত কম।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেএসএসের ৭০ থেকে ১০০ সদস্যের জন্য আবাসিক ক্যাম্প গড়ে তোলা হয় নেরা পাহাড়ে। এই ক্যাম্প থেকে পরিচালনা করা হতো চাঁদাবাজি। সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হতো। ৪, ৫ ও ৬ জানুয়ারি সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অদ্বিতীয়-২ সেখানে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, সেনাবাহিনীর অভিযান টের পেয়ে জেএসএসের আবাসিক ক্যাম্পের সদস্যরা পালিয়ে যায়। তবে ক্যাম্পে গুলি, কার্তুজ, চাঁদাবাজির রসিদ বইসহ বিভিন্ন নথি পাওয়া গেছে। এ ছাড়া এক মেট্রিক টন খাদ্যশস্য ও অনেক গবাদিপশু উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম দেশে কাউকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করে জুরাছড়িকে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত