Ajker Patrika

গুঁড়িয়ে দেওয়া হলো বনপুকুর ইউপি সদস্যদের ইটভাটা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৫: ৪৯
গুঁড়িয়ে দেওয়া হলো বনপুকুর ইউপি সদস্যদের ইটভাটা

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বনপুকুর এলাকায় ইউপি সদস্য মো. ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। এ সময় তৈরি করা সব কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটায় অবৈধভাবে বাংলা চিমনি ব্যবহার করা হয়। একই সঙ্গে ইটভাটার কোনো বৈধ কাগজপত্র না থাকায় সেটি গুঁড়িয়ে দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ভাটায় পোড়ানোর জন্য তৈরি করা কাঁচা ইটও ধ্বংস করা হয়েছে। 

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুর রহমান, নুর হাসান সজিব, সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হ‌ুমায়ূন খান ও লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত