Ajker Patrika

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণে দগ্ধ ৪ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭: ০৯
Thumbnail image

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছেন।  আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের বে-ওয়ান ক্রুজ শিপের পাশে নোঙর করা একটি ট্রলারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে দগ্ধরা হলেন-জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫), এমরান (২৮)। এর মধ্যে প্রথম ৩ জনের ৮০-৮৫ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে। বাকিজন ২০ শতাংশ। তাদের
চমেক হাসপাতালে বার্ন ও ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ৩ জনের ৮০ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে। এই ধরনের রোগীদের অবস্থা ভালো থাকে না।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘মাছ ধরার ট্রলারে ইঞ্জিন থেকে সৃষ্ট আগুনে ৪ জন দগ্ধ হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত