নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এলাকায় মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক ডজন টিয়ারশেল ছোড়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। পরে ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত বিজিবি ও র্যাব মোতায়েন করা। সকাল আনুমানিক ৯টার দিকে এ সংঘর্ষে শুরু হয়। চলে প্রায় চার ঘণ্টা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আজ রোববার সকালে চান্দগাঁও থানার টেক বাজার হাজি কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে যেতে ভোটার বাধা দেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ভোটকেন্দ্রের আশপাশে থেমে থেমে বিভিন্ন অলিগলিতে ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টা নাগাদ ম্যাজিস্ট্রেটসহ দুই গাড়ি বিজিবি ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের আবারও ধাওয়া দেওয়া হয়।
আবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে মৌলভীপুকুর পাড়ের মূল সড়কে বের হয়ে সেখানে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ইটপাটকেলের মুখে পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও বিজিবি পিছু হটে। এ সময় দলটির নেতা-কর্মীরা মূল সড়কের প্রায় আধা মাইল দূরে চান্দগাঁও শরাফাত এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে সেখানেও চারদিক থেকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ পাল্টা ধাওয়া দেয় ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর র্যাব, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও বিজিবির সাঁজোয়া যানও ঘটনাস্থলে আনা হয়। সেনাবাহিনীর দুটি গাড়িও সেখানে পৌঁছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই সংঘর্ষ আনুমানিক সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলছে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘বিএনপির লোকজন মৌলভীপুকুর পাড় এলাকায় একটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেয়। পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপরও চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।’
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রানা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাড়ে ৪০০ ভোট কাস্ট হয়েছে। তবে সকালে ভোটারদের উপস্থিতি থাকলেও সংঘর্ষের পর ভোটার কমতে শুরু করে। উল্লেখ্য, কেন্দ্রটিতে ৩ হাজার ৮৪৩ জন পুরুষ ভোটার রয়েছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এলাকায় মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক ডজন টিয়ারশেল ছোড়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। পরে ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত বিজিবি ও র্যাব মোতায়েন করা। সকাল আনুমানিক ৯টার দিকে এ সংঘর্ষে শুরু হয়। চলে প্রায় চার ঘণ্টা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আজ রোববার সকালে চান্দগাঁও থানার টেক বাজার হাজি কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে যেতে ভোটার বাধা দেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ভোটকেন্দ্রের আশপাশে থেমে থেমে বিভিন্ন অলিগলিতে ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টা নাগাদ ম্যাজিস্ট্রেটসহ দুই গাড়ি বিজিবি ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের আবারও ধাওয়া দেওয়া হয়।
আবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে মৌলভীপুকুর পাড়ের মূল সড়কে বের হয়ে সেখানে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ইটপাটকেলের মুখে পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও বিজিবি পিছু হটে। এ সময় দলটির নেতা-কর্মীরা মূল সড়কের প্রায় আধা মাইল দূরে চান্দগাঁও শরাফাত এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে সেখানেও চারদিক থেকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ পাল্টা ধাওয়া দেয় ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর র্যাব, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও বিজিবির সাঁজোয়া যানও ঘটনাস্থলে আনা হয়। সেনাবাহিনীর দুটি গাড়িও সেখানে পৌঁছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই সংঘর্ষ আনুমানিক সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলছে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘বিএনপির লোকজন মৌলভীপুকুর পাড় এলাকায় একটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেয়। পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপরও চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।’
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রানা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাড়ে ৪০০ ভোট কাস্ট হয়েছে। তবে সকালে ভোটারদের উপস্থিতি থাকলেও সংঘর্ষের পর ভোটার কমতে শুরু করে। উল্লেখ্য, কেন্দ্রটিতে ৩ হাজার ৮৪৩ জন পুরুষ ভোটার রয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে