Ajker Patrika

হাটহাজারীতে মুচলেকা নিয়ে শতাধিক দোকানপাট বন্ধ

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
হাটহাজারীতে মুচলেকা নিয়ে শতাধিক দোকানপাট বন্ধ

লকডাউন চলাকালে চট্টগ্রামের হাটহাজারীতে দোকান খোলা রাখায় শতাধিক দোকানির কাছ থেকে মুচলেকা নিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম আনোয়ার।

জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শতাধিক দোকানপাট খোলা রাখা হয়েছে। নির্বিচারে চলছে ব্যবসা-বাণিজ্য। এমন খরর পেয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে শতাধিক দোকানির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাঁদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মো. শামীম আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা না মেনে হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দোকানপাট খোলা রাখা হয়েছিল। আমরা গিয়ে তা বন্ধ করে দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত