কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে।
জানা গেছে, এদিন সকাল ৮টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল এলাকায় স্থানীয় মোহাম্মদ ফয়েজ ও মৃত নুর মোহাম্মদের পরিবারের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগের সামনে তাঁরা আবারও সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হন বলে জানিয়েছেন আহত ব্যক্তিদের স্বজনেরা।
নুর মোহাম্মদের ছেলে আহত মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘আমার চাচা মোহাম্মদ ফয়েজের (৬৮) সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গতকাল সকালে তাঁরা আমাদের ওপর হামলা করেন। পরে হাসপাতালে এলে তাঁরা আমাদের আবার মারধর করেন।’
মোহাম্মদ ফয়েজের ছেলে আনোয়ার হোসেন বলেন, ‘আমরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে উল্টো হামলার শিকার হয়েছি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে আমরা মিটিংয়ে ছিলাম। এ সময় বাইরে রোগীদের চিৎকার শুনে জরুরি বিভাগে আসি। সেখানে গুরুতর আহত অবস্থায় কয়েকজন রোগী আসেন চিকিৎসাসেবা নিতে। তাঁরা চিকিৎসাসেবা নেওয়ার সময় জরুরি বিভাগের বাইরে ঝগড়ায় জড়িয়ে পড়েন সঙ্গে আসা স্বজনেরা। একপর্যায়ে সবাই লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন। এতে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে আমরা চিকিৎসকদের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
আনোয়ারা থানার এসআই জয়নাল আবেদীন বলেন, ‘হাসপাতালে মারামারির খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। হামলায় গুরুতর আহত ইসহাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে।
জানা গেছে, এদিন সকাল ৮টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল এলাকায় স্থানীয় মোহাম্মদ ফয়েজ ও মৃত নুর মোহাম্মদের পরিবারের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগের সামনে তাঁরা আবারও সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হন বলে জানিয়েছেন আহত ব্যক্তিদের স্বজনেরা।
নুর মোহাম্মদের ছেলে আহত মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘আমার চাচা মোহাম্মদ ফয়েজের (৬৮) সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গতকাল সকালে তাঁরা আমাদের ওপর হামলা করেন। পরে হাসপাতালে এলে তাঁরা আমাদের আবার মারধর করেন।’
মোহাম্মদ ফয়েজের ছেলে আনোয়ার হোসেন বলেন, ‘আমরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে উল্টো হামলার শিকার হয়েছি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে আমরা মিটিংয়ে ছিলাম। এ সময় বাইরে রোগীদের চিৎকার শুনে জরুরি বিভাগে আসি। সেখানে গুরুতর আহত অবস্থায় কয়েকজন রোগী আসেন চিকিৎসাসেবা নিতে। তাঁরা চিকিৎসাসেবা নেওয়ার সময় জরুরি বিভাগের বাইরে ঝগড়ায় জড়িয়ে পড়েন সঙ্গে আসা স্বজনেরা। একপর্যায়ে সবাই লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন। এতে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে আমরা চিকিৎসকদের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
আনোয়ারা থানার এসআই জয়নাল আবেদীন বলেন, ‘হাসপাতালে মারামারির খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। হামলায় গুরুতর আহত ইসহাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
১২ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
১৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
২৪ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
৪৪ মিনিট আগে