Ajker Patrika

সুবর্ণচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৪: ২৯
সুবর্ণচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নোয়াখালীর সুবর্ণচরে পাখি রানী দাস (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরবাটার শিবচরণ গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পাখি রানী ওই গ্রামের শংকর দাশের স্ত্রী এবং এক সন্তানের জননী।

চরজব্বার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাগির জানান, সকালে গৃহবধূর নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখেন তাঁর পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা করেছেন।

চরজব্বর থানার পরিদর্শন (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত