Ajker Patrika

কর্ণফুলীতে পশুর হাটে বিদ্যুতে ঝলসে গেল কিশোরের শরীর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুতের তারে মোহাম্মদ রিয়াদ (১৪) নামের এক কিশোরের শরীর ঝলসে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে এ ঘটনা ঘটে।

আহত রিয়াদ বড় উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, আজ বিকেলে বন্ধুদের সঙ্গে পশুর হাট দেখতে যায় রিয়াদ। হাটের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে এ ঘটনা ঘটে। এ সময় হাটে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অননুমোদিতভাবে উপজেলার বড় উঠান ইউনিয়নের ফকিনীরহাট পশুর হাটের টাকা আদায় করছিল ভূমি অফিস। তারাই হাসপাতালের মাঠে পশুর হাটটি বসিয়েছে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীদের মাধ্যমে।

এ বিষয়ে হাটের আয়োজক ও বড় উঠান ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. সাজ্জাদ হোসেন বলেন, ভূমি অফিসের অধীনে হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুতের তারে একজন আহতের ঘটনা ঘটেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘পশুর হাটে বিদ্যুতের তারে স্পর্শ লেগে আহত এক কিশোরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কথা শুনেছি। তার বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত