সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে হেরোইনের খবর পেয়ে প্রশিক্ষিত কুকুর রানীকে নিয়ে সড়কে তল্লাশিচৌকি বসায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। পরে বাসটিতে যাত্রীদের মালামাল রাখার স্থানে ছেড়ে দেওয়া হলে, কুকুরটি গন্ধ শুঁকে খুঁজে দেয় এক কেজি ১০০ গ্রাম হেরোইন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ও বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, ঝিনাইদহ জেলার শৈলকূপা থেকে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসে হেরোইন রয়েছে বলে গোপন সূত্রে খবর পান তারা। এ সময় বিষয়টির সত্যতা যাচাইয়ে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে সকাল ৯টার দিকে শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে ডগ (ল্যাবরেডর) বিজিবি ১০০৮ রানী মাধ্যমে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মালামাল রাখার স্থানে একটি কালো ব্যাগ থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওই হেরোইনের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। তবে হেরোইনের মালিককে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম জানান, মাদকের খবর পেয়ে বিজিবি সদস্যরা রাত ৩টায় মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অবস্থান নেয়। তবে সন্দেহজনক যাত্রীবাহী বাসটি সকাল ৯টায় ওই এলাকায় পৌঁছায়। পরে তাঁরা তাদের প্রশিক্ষিত কুকুরের সহায়তায় বাসের ভেতরে রাখা হেরোইনের প্যাকেটটি উদ্ধার করে।
প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিজিবি এ পর্যন্ত ছয়বার যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে হেরোইন জব্দ করেছে। এভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে একাধিকবার হেরোইন উদ্ধারের ঘটনায় আতঙ্কিত যাত্রীসহ সাধারণ মানুষ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে হেরোইনের খবর পেয়ে প্রশিক্ষিত কুকুর রানীকে নিয়ে সড়কে তল্লাশিচৌকি বসায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। পরে বাসটিতে যাত্রীদের মালামাল রাখার স্থানে ছেড়ে দেওয়া হলে, কুকুরটি গন্ধ শুঁকে খুঁজে দেয় এক কেজি ১০০ গ্রাম হেরোইন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ও বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, ঝিনাইদহ জেলার শৈলকূপা থেকে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসে হেরোইন রয়েছে বলে গোপন সূত্রে খবর পান তারা। এ সময় বিষয়টির সত্যতা যাচাইয়ে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে সকাল ৯টার দিকে শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে ডগ (ল্যাবরেডর) বিজিবি ১০০৮ রানী মাধ্যমে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মালামাল রাখার স্থানে একটি কালো ব্যাগ থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওই হেরোইনের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। তবে হেরোইনের মালিককে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম জানান, মাদকের খবর পেয়ে বিজিবি সদস্যরা রাত ৩টায় মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অবস্থান নেয়। তবে সন্দেহজনক যাত্রীবাহী বাসটি সকাল ৯টায় ওই এলাকায় পৌঁছায়। পরে তাঁরা তাদের প্রশিক্ষিত কুকুরের সহায়তায় বাসের ভেতরে রাখা হেরোইনের প্যাকেটটি উদ্ধার করে।
প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিজিবি এ পর্যন্ত ছয়বার যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে হেরোইন জব্দ করেছে। এভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে একাধিকবার হেরোইন উদ্ধারের ঘটনায় আতঙ্কিত যাত্রীসহ সাধারণ মানুষ।
আলোচনা শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে, সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।
২ মিনিট আগেবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে একটানা লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালো রাঙামাটির উ ক্য সাইন মারমা।
৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুল শিক্ষক মাহরিন চৌধুরীর দাফন হবে নীলফামারীর নিজ গ্রামে। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই জেলার জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী গ্রামে প্রস্তুত করা হচ্ছে তার কবর। বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক এই কবর
৯ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে ইয়াসমিন আক্তার (৯) ও জান্নাত আক্তার (৮) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামের ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে