Ajker Patrika

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে হেরোইন খুঁজে দিল রানী নামের কুকুর 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে হেরোইন খুঁজে দিল রানী নামের কুকুর 

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে হেরোইনের খবর পেয়ে প্রশিক্ষিত কুকুর রানীকে নিয়ে সড়কে তল্লাশিচৌকি বসায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। পরে বাসটিতে যাত্রীদের মালামাল রাখার স্থানে ছেড়ে দেওয়া হলে, কুকুরটি গন্ধ শুঁকে খুঁজে দেয় এক কেজি ১০০ গ্রাম হেরোইন। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম ও বিজিবি চট্টগ্রাম ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, ঝিনাইদহ জেলার শৈলকূপা থেকে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসে হেরোইন রয়েছে বলে গোপন সূত্রে খবর পান তারা। এ সময় বিষয়টির সত্যতা যাচাইয়ে মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে সকাল ৯টার দিকে শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে ডগ (ল্যাবরেডর) বিজিবি ১০০৮ রানী মাধ্যমে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মালামাল রাখার স্থানে একটি কালো ব্যাগ থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ওই হেরোইনের বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। তবে হেরোইনের মালিককে পাওয়া যায়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম জানান, মাদকের খবর পেয়ে বিজিবি সদস্যরা রাত ৩টায় মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অবস্থান নেয়। তবে সন্দেহজনক যাত্রীবাহী বাসটি সকাল ৯টায় ওই এলাকায় পৌঁছায়। পরে তাঁরা তাদের প্রশিক্ষিত কুকুরের সহায়তায় বাসের ভেতরে রাখা হেরোইনের প্যাকেটটি উদ্ধার করে। 

প্রসঙ্গত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিজিবি এ পর্যন্ত ছয়বার যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে হেরোইন জব্দ করেছে। এভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে একাধিকবার হেরোইন উদ্ধারের ঘটনায় আতঙ্কিত যাত্রীসহ সাধারণ মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত