Ajker Patrika

শোক দিবসের সভায় অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৭: ২২
শোক দিবসের সভায় অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। তাঁর নাম মুহাম্মদ হেফাজুর রহমান (৪৫)। তিনি উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। 

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

আওয়ামী লীগ নেতা হেফাজুর রহমানের মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বরুমছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী শোক প্রকাশ করেছেন। সভা শেষে ভূমিমন্ত্রী হেফাজুর রহমানকে দেখতে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, হেফাজুর রহমান মিছিল নিয়ে স্মরণসভায় এসে কিছুক্ষণ পর হৃদ্‌রোগে আক্রান্ত হন। এ সময় সহকর্মীরা তাঁকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত