কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১২টি চেয়ার স্থানীয় একটি চায়ের দোকানে বিক্রির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে পরিষদের পাশের নাজিম সওদাগরের চায়ের দোকানে ইউপি সদস্যরা পরিষদের চেয়ার দেখতে পান।
চেয়ার কীভাবে চায়ের দোকানে পৌঁছেছে, তা জানেন না বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পরিষদের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন রাশেদ বলেন, ‘আজ মঙ্গলবার বিকেলে পরিষদের পাশে নাজিম সওদাগরের চায়ের দোকানে চা খেতে গেলে আমরা পরিষদের ব্যবহারযোগ্য চেয়ারগুলো দেখতে পাই। পরে জিজ্ঞেস করা হলে চায়ের দোকানি আমাদের জানায়, চেয়ারম্যান স্থানীয় মফিজ নামের এক ব্যক্তির মাধ্যমে ১২ হাজার টাকায় চেয়ারগুলো বিক্রি করেছেন।’
ইউপি সদস্য রিয়াজ উদ্দিন রাশেদ আরও অভিযোগ করেন, চেয়ারম্যান এর আগেও রোহিঙ্গাদের ভোটার করতে সনদ দেওয়ার অভিযোগে আলোচনায় ছিলেন।
পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ মাহমুদ খোকন বলেন, বিষয়টি জানার পর পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। এতে পরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
৫ আগস্টের পর থেকে ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন পলাতক রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে আমি এক দিনও পরিষদে যাইনি। পরিষদের চেয়ার চায়ের দোকানে কীভাবে গেল, সেটা আমারও প্রশ্ন। পরিষদে আমি আরও চেয়ার কিনে দিয়েছি, বিক্রির প্রশ্নই আসে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার জানান, ‘বিষয়টি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১২টি চেয়ার স্থানীয় একটি চায়ের দোকানে বিক্রির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে পরিষদের পাশের নাজিম সওদাগরের চায়ের দোকানে ইউপি সদস্যরা পরিষদের চেয়ার দেখতে পান।
চেয়ার কীভাবে চায়ের দোকানে পৌঁছেছে, তা জানেন না বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পরিষদের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন রাশেদ বলেন, ‘আজ মঙ্গলবার বিকেলে পরিষদের পাশে নাজিম সওদাগরের চায়ের দোকানে চা খেতে গেলে আমরা পরিষদের ব্যবহারযোগ্য চেয়ারগুলো দেখতে পাই। পরে জিজ্ঞেস করা হলে চায়ের দোকানি আমাদের জানায়, চেয়ারম্যান স্থানীয় মফিজ নামের এক ব্যক্তির মাধ্যমে ১২ হাজার টাকায় চেয়ারগুলো বিক্রি করেছেন।’
ইউপি সদস্য রিয়াজ উদ্দিন রাশেদ আরও অভিযোগ করেন, চেয়ারম্যান এর আগেও রোহিঙ্গাদের ভোটার করতে সনদ দেওয়ার অভিযোগে আলোচনায় ছিলেন।
পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ মাহমুদ খোকন বলেন, বিষয়টি জানার পর পরিষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। এতে পরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
৫ আগস্টের পর থেকে ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন পলাতক রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে আমি এক দিনও পরিষদে যাইনি। পরিষদের চেয়ার চায়ের দোকানে কীভাবে গেল, সেটা আমারও প্রশ্ন। পরিষদে আমি আরও চেয়ার কিনে দিয়েছি, বিক্রির প্রশ্নই আসে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার জানান, ‘বিষয়টি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
১১ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
১৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
২৩ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
৪৩ মিনিট আগে