Ajker Patrika

হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২২, ১৮: ২১
হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে সাথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাথী আক্তার উপজেলার মালীগাঁও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা জামাল ও তোফায়েল জানান, সকালে ওই গ্রামের পারভেজ নামে তাঁর আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলের পেছনের সিটে বসে স্থানীয় ওয়ারুক বাজারে ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে তাঁর বোরকা পেঁচিয়ে মাটিতে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত