Ajker Patrika

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাহি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার ভরপ্রাপ্ত সভাপতি হলেন জেলার সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম রাহী।  শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তার সভাপতির পদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শফিকুল ইসলাম রাহি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।  

জানা যায়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত  সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের নির্দেশ ক্রমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সভাপতি আবদুস সালাম মিঠুকে সভাপতির পদ সাময়িক স্থগিত করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত