Ajker Patrika

সড়কের গাছ কেটে বিক্রি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও ফটিকছড়ি থেকে
এলজিইডির সড়কের পাশে থাকা প্রায় ৪০টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে বিক্রি করা হয়। ছবি: আজকের পত্রিকা
এলজিইডির সড়কের পাশে থাকা প্রায় ৪০টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে বিক্রি করা হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে এলজিইডির একটি সড়কের পাশে থাকা প্রায় ৪০টি ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে বিক্রি করেছেন এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষক মো. হারুন উর রশীদ উপজেলার পশ্চিম ইদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, গাছগুলো সরকারি সড়কের হলেও শিক্ষক ব্যক্তি মালিকানার দাবি করে সেগুলো বিক্রি করেছেন।

গত শুক্র ও শনিবার গাছ কাটার এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গাছগুলো একজন কাঠ ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে দেন শিক্ষক। পরে টাকাগুলো তিনি ছয় ভাই-বোনের মধ্যে ভাগ করে দেন।

প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদ বলেন, ‘সড়কটির পাশে আমার পৈতৃক জমি রয়েছে। গাছগুলো আমার পরিবার রোপণ করেছে। আশপাশের অনেকেই এ ধরনের গাছ কেটেছেন। তারাও কোনো অনুমতি নেয়নি। আমি “মৌখিক” বন বিভাগের লোকজনকে অবহিত করলেও কাগজে-কলমে অনুমতি লাগবে সেটি বুঝিনি। সেটা আমার অপরাধ হয়েছে।’

তবে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ‘সরকারি সড়কের গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি লাগে। এখানে সেটি মানা হয়নি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী বলেন, ‘একজন শিক্ষক হয়ে এমন কাজ করা অনুচিত।’

উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ বলেন, ‘সরকারি সড়কের গাছ ব্যক্তি পর্যায়ে কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হানিমুন থেকে ফিরেই মার্কিন আটককেন্দ্রে ১৪০ দিন, রাষ্ট্রহীন এক তরুণীর মর্মান্তিক অভিজ্ঞতা

৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার

ভরদুপুরে স্ত্রী-কন্যার সামনে বোরকা পরা অস্ত্রধারীদের গুলি, নিহতের মুখ গেছে থেঁতলে

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত