নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ছাদ থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ভবনের ৫ম তলার ভাড়া বাসায় স্বামী–শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে নিহতের স্বজনের দাবি, ভবনের ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী লালখান বাজারের চানমারি রোডে।
নিহত গৃহবধূ নগরীর নন্দনকানন এলাকার ইকবাল উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী নাম মো. আকরাম খান, তিনি কুমিল্লার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরশি’ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
হত্যা প্রসঙ্গে ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট পেলে ওনার মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে সে ক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে আকরাম খানের সঙ্গে বিয়ে হয় আরশির। তবে দুজনেই আগে বিবাহিত ছিলেন-যা কেউই জানত না।
সম্প্রতি আকরাম খানের আগের বিয়ের বিষয়ে জানতে পারেন আরশি। এরপরই তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং আরশি নগরীর নন্দনকানন এলাকায় তার বাবা বাড়ি চলে যান। গত ৭ ফেব্রুয়ারি আরশিকে ডিভোর্সের চিঠি পাঠান আকরাম খান।
সবশেষ গতকাল (বৃহস্পতিবার) বিষয়টি সমাধানে উভয় পরিবারের মধ্যে বৈঠক হয়। এতে কোনো সমাধান না হলে সেখান থেকে আরশি চলে যান লালখান বাজার চানমারি রোডে আকরামের বাড়িতে। পরে ওই ভবনের নিচে আরশির রক্তাক্ত লাশ পাওয়া যায়।
আরশির বাবা ইকবাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আকরাম ও তাঁর প্রথম স্ত্রী এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আর এর পরেই আমার মেয়েকে ওরা খুন করেছে ভবন থেকে ফেলে দিয়ে।’
চট্টগ্রামে ছাদ থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ভবনের ৫ম তলার ভাড়া বাসায় স্বামী–শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বসবাস করতেন তিনি। তবে নিহতের স্বজনের দাবি, ভবনের ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী লালখান বাজারের চানমারি রোডে।
নিহত গৃহবধূ নগরীর নন্দনকানন এলাকার ইকবাল উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী নাম মো. আকরাম খান, তিনি কুমিল্লার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আরশি’ নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
হত্যা প্রসঙ্গে ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। পোস্টমর্টেম রিপোর্ট পেলে ওনার মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হলে সে ক্ষেত্রে আমরা অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কে আকরাম খানের সঙ্গে বিয়ে হয় আরশির। তবে দুজনেই আগে বিবাহিত ছিলেন-যা কেউই জানত না।
সম্প্রতি আকরাম খানের আগের বিয়ের বিষয়ে জানতে পারেন আরশি। এরপরই তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং আরশি নগরীর নন্দনকানন এলাকায় তার বাবা বাড়ি চলে যান। গত ৭ ফেব্রুয়ারি আরশিকে ডিভোর্সের চিঠি পাঠান আকরাম খান।
সবশেষ গতকাল (বৃহস্পতিবার) বিষয়টি সমাধানে উভয় পরিবারের মধ্যে বৈঠক হয়। এতে কোনো সমাধান না হলে সেখান থেকে আরশি চলে যান লালখান বাজার চানমারি রোডে আকরামের বাড়িতে। পরে ওই ভবনের নিচে আরশির রক্তাক্ত লাশ পাওয়া যায়।
আরশির বাবা ইকবাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার মেয়েকে খুন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে আকরাম ও তাঁর প্রথম স্ত্রী এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আর এর পরেই আমার মেয়েকে ওরা খুন করেছে ভবন থেকে ফেলে দিয়ে।’
‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৯ মিনিট আগেআবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৩৫ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৩৯ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
৪৩ মিনিট আগে