কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার তিন উপজেলায় পৃথক স্থান থেকে বিমাকর্মীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে লাকসামের ড্রিম হোটেল থেকে বিমাকর্মীর মরদেহ এবং গতকাল রোববার রাতে সদর দক্ষিণ ও মনোহরগঞ্জ উপজেলায় আরও দুইটি মরদেহ উদ্ধার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মুহাম্মদ আলতাফ হোসেন লক্ষ্মীপুর উপজেলার দহশালা শাকচর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইনস্যুরেন্সের রায়পুর শাখার ইনচার্জ ও হিসাবরক্ষক হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে সদর উপজেলার ষোলনল শাকচর গ্ৰামে।
অপরজন হলেন মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন পূর্বপাড়ার মৃত আইয়ুব আলীর স্ত্রী কমলা বেগম (৫০)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
অপরজন অজ্ঞাতনামা পুরুষ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর তার পরিবারকে জানানো হয়েছে। এখনো জানা যায়নি তিনি এখানে কীভাবে আসলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।
নিহত বিমা কর্মী আলতাফ হোসেনের চাচাতো ভাই নুরুজ্জামান বলেন, গেল ২৫ জানুয়ারি অফিস থেকে আলতাফ হোসেন বের হয়। পরে বাসায় ফেরত আসেননি। দুই দিন নিখোঁজ ছিলেন। আজ মরদেহ উদ্ধার করা হয়।
মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমন হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে রোববার দিবাগত রাতে মনোহরগঞ্জের বান্দুয়াইন গ্রামের সড়কের পাশ থেকে কমলা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লার তিন উপজেলায় পৃথক স্থান থেকে বিমাকর্মীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে লাকসামের ড্রিম হোটেল থেকে বিমাকর্মীর মরদেহ এবং গতকাল রোববার রাতে সদর দক্ষিণ ও মনোহরগঞ্জ উপজেলায় আরও দুইটি মরদেহ উদ্ধার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মুহাম্মদ আলতাফ হোসেন লক্ষ্মীপুর উপজেলার দহশালা শাকচর গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইনস্যুরেন্সের রায়পুর শাখার ইনচার্জ ও হিসাবরক্ষক হিসেবে চাকরি করতেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরে সদর উপজেলার ষোলনল শাকচর গ্ৰামে।
অপরজন হলেন মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন পূর্বপাড়ার মৃত আইয়ুব আলীর স্ত্রী কমলা বেগম (৫০)। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে বান্দুইয়ান গ্রামের সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
অপরজন অজ্ঞাতনামা পুরুষ। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, কুমিল্লার লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর তার পরিবারকে জানানো হয়েছে। এখনো জানা যায়নি তিনি এখানে কীভাবে আসলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।
নিহত বিমা কর্মী আলতাফ হোসেনের চাচাতো ভাই নুরুজ্জামান বলেন, গেল ২৫ জানুয়ারি অফিস থেকে আলতাফ হোসেন বের হয়। পরে বাসায় ফেরত আসেননি। দুই দিন নিখোঁজ ছিলেন। আজ মরদেহ উদ্ধার করা হয়।
মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইমন হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে রোববার দিবাগত রাতে মনোহরগঞ্জের বান্দুয়াইন গ্রামের সড়কের পাশ থেকে কমলা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
৩ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে