পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ হওয়ার সাত দিন পর সেফটিক ট্যাংকের ভেতর থেকে আকিব হাসান (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পটিয়া থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের গুচ্ছ গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পটিয়া থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ।
আকিব পটিয়া পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম গোবিন্দরখীল এলাকার কামাল কোম্পানী বাড়ির মোহাম্মদ আলীর পুত্র। আকিব তাঁর বাবার মুদির দোকানে কাজ করত।
এসআই সঞ্জয় কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে আশ্রয়ণ প্রকল্পের সেফটিক ট্যাংকের ভেতর একটি গলিত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সঞ্জয় কুমার ঘোষ বলেন, কোনো চক্র তাঁকে হত্যা করে থাকতে পারে। নিহতের পরিবারের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। এ ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে সবাইকে জিজ্ঞাসাবাদ করছি ।
নিহতের বাবা মোহাম্মদ আলী বলেন, 'গত ২৬ নভেম্বর শুক্রবার রাত ১০টার দিকে আকিবের বন্ধু আমিনুল হক তাঁকে মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আকিবের আর খোঁজ মেলেনি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার নিরীহ ছেলেকে কে বা কারা হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে বের করুক। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।'
চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ হওয়ার সাত দিন পর সেফটিক ট্যাংকের ভেতর থেকে আকিব হাসান (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পটিয়া থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের গুচ্ছ গ্রামের আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পটিয়া থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ।
আকিব পটিয়া পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম গোবিন্দরখীল এলাকার কামাল কোম্পানী বাড়ির মোহাম্মদ আলীর পুত্র। আকিব তাঁর বাবার মুদির দোকানে কাজ করত।
এসআই সঞ্জয় কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার রাতে আশ্রয়ণ প্রকল্পের সেফটিক ট্যাংকের ভেতর একটি গলিত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সঞ্জয় কুমার ঘোষ বলেন, কোনো চক্র তাঁকে হত্যা করে থাকতে পারে। নিহতের পরিবারের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। এ ঘটনার সাথে কারা জড়িত থাকতে পারে সবাইকে জিজ্ঞাসাবাদ করছি ।
নিহতের বাবা মোহাম্মদ আলী বলেন, 'গত ২৬ নভেম্বর শুক্রবার রাত ১০টার দিকে আকিবের বন্ধু আমিনুল হক তাঁকে মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আকিবের আর খোঁজ মেলেনি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার নিরীহ ছেলেকে কে বা কারা হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে বের করুক। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।'
রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা।
১৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১০ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগেসম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় চিকিৎসাধীন ধর্ষণের শিকার মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় শিশুটির মা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়ের কাছেই আছি। আমার মেয়ের শারীরিক অবস্থা ভালো না। ডাক্তার বলছে—“আল্লাহকে ডাকেন। ”’
১ ঘণ্টা আগেশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আল মামুন নামের সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই সদস্যরা এসব স্বর্ণ জব্দ করেন।
১ ঘণ্টা আগে