Ajker Patrika

চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৮: ৫৪
শিশুটিকে উদ্ধারে নালায় নেমে চেষ্টা চালান স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা
শিশুটিকে উদ্ধারে নালায় নেমে চেষ্টা চালান স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরে আবার নালায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার হালিশহর থানার নয়াবাজারের আনন্দপুরে মহেশখালের সঙ্গে যুক্ত নালায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম হুমায়রা আক্তার (৩)। সে ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে। রহমান ইন্টারনেট-ডিশ সংযোগ দেওয়া কোম্পানির লাইনম্যান এবং তাঁর স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুই দিন ধরে চলা টানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ার পাশাপাশি নালাগুলোতে পানি উপচে পড়ছে। আজ দুপুরে নয়াবাজারের আনন্দপুর এখানকার সড়ক ও নালা পানিতে ডুবে একাকার হয়েছিল। বেলা ১টার দিকে কয়েকটি শিশু সেখানে বল নিয়ে খেলছিল। এ সময় একজন পা পিছলে নালার ঢাকনার খোলা অংশ দিয়ে ভেতরে পড়ে তলিয়ে যায়। তখন প্রচুর স্রোত ছিল। কয়েক ঘণ্টা পর ৩০-৩৫ গজ দূর থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের লিডার কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার স্থানে নালার ওপর কংক্রিটের ঢাকনা ছিল। তবে সড়কের পানি নালায় প্রবেশ করানোর জন্য একটি অংশের ঢাকনা খুলে রাখা ছিল। ওই অংশ দিয়ে শিশুটি পড়ে গেলে স্রোতের টানে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাঁদের ডুবুরি দল তল্লাশি অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে শিশুটিকে উদ্ধার করে।

নগরীতে আগেও বর্ষাকালে নালায় পড়ে শিশুসহ বিভিন্নজনের মৃত্যু হয়েছে। গত ছয় বছরে নগরের খাল-নালায় পড়ে অন্তত ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ২০২০ সালে দুজন, ২০২১ সালে পাঁচ, ২০২৩ সালে তিন ও ২০২৪ সালে তিনজন মারা যায়। সর্বশেষ চলতি বছরের ১৯ এপ্রিল নগরের চাক্তাই খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত