Ajker Patrika

সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে পড়ল ৩০ ফুট গভীর খাদে

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি 
জিপ গাড়ি উল্টে সড়ক থেকে ৩০ ফুট নিচে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা
জিপ গাড়ি উল্টে সড়ক থেকে ৩০ ফুট নিচে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ গাড়ি (চাঁদের গাড়ি) উল্টে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে সাজেকের হাউস পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার। তিনি জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকেরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আহত পর্যটকেরা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন। সাজেক ভ্রমন শেষে খাগড়াছড়ি ঘুরে আজকে রাতেই তাদের বাড়ি ফেরার কথা ছিল। জিপ গাড়িটি উল্টে সড়ক থেকে ৩০ ফুট নিচে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়।

আহতের কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল।

জিপ গাড়ি উল্টে আহত পর্যটকেরা। ছবি: আজকের পত্রিকা
জিপ গাড়ি উল্টে আহত পর্যটকেরা। ছবি: আজকের পত্রিকা

ওসি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রিপল বাপ্পি চাকমা বলেন, ‘সাজেক থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ১০ জন আমাদের হাসপাতালে এসেছে। তাদের মধ্যে উজ্জ্বলকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত