Ajker Patrika

কর্ণফুলীতে ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের বিক্ষোভ

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকা পারাপারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের কর্ণফুলীতে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকা পারাপারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাটে নৌকা পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

যাত্রীরা জানান, এই ঘাট দিয়ে দৈনিক কয়েক শ যাত্রী পারাপার হন। পয়লা বৈশাখ থেকে জনপ্রতি ভাড়া ৫ টাকা বৃদ্ধি করে ২০ টাকা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের পেশাজীবী লোকজন।

বিক্ষোভ সমাবেশে ডাঙ্গারচর নিরাপদ নৌযাত্রী পারাপার কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মোতালেব সভাপতিত্ব করেন। জুলধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক মো. জমির, সমাজসেবক মোহাম্মদ হারুন, জুলধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান মিয়াজী প্রমুখ।

বক্তারা বাড়তি ভাড়া প্রত্যাহার করে আগের ১৫ টাকা ভাড়া বহাল রাখার আহ্বান জানান। তা না হলে তাঁরা সিটি করপোরেশনের কার্যালয় ঘেরা করার ঘোষণা দেন।

এ সময় সল্টগোলা ঘাটের সাব-ইজারাদার আল ফয়সাল বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে তাঁরা যাত্রীদের দাবিকে সম্মান দেখিয়ে ভাড়া বৃদ্ধি না করার পক্ষে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত