Ajker Patrika

চট্টগ্রামে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিকের পদ্ম পুকুর পাড় এলাকায় অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিকের পদ্ম পুকুর পাড় এলাকায় অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিকের পদ্ম পুকুর পাড় এলাকায় অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে ফার্নিচারের কয়েকটি দোকান ও গাড়ির গ্যারেজ পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ চলছে বলেও জানায় তারা।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম নগরীর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

নুরাল পাগলার দাফনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ঘটল

জাকসুর ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল

তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত