Ajker Patrika

আনোয়ারায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১: ৫৬
আনোয়ারায় গ্রেপ্তার যুবলীগ নেতা তারেক আজিজ (বামে) ও রাসেল। ছবি: সংগৃহীত
আনোয়ারায় গ্রেপ্তার যুবলীগ নেতা তারেক আজিজ (বামে) ও রাসেল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় বিজয় দিবসের রাতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে উপজেলার চাতরী এলাকা থেকে যুবলীগ নেতা তারেক আজিজ (৩২) ও বারখাইন এলাকা থেকে মোহাম্মদ রাসেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তারেক চাতরী এলাকার মৃত নুরুল আবছারের ছেলে এবং চাতরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। রাসেল বারখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফজল আহমদের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত অক্টোবরে এক বিএনপি নেতার দায়ের করা রাজনৈতিক মামলাও রয়েছে বলে জানিয়েছে থানা-পুলিশ।

আনোয়ারা থানার উপপরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর রাতে জয় বাংলা স্লোগান দিয়ে এলাকায় মিছিলের অভিযোগ রয়েছে। এ ছাড়া আজিজের বিরুদ্ধে থানায় একটি মামলাও আছে। দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত