চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির তিন দিকেই এক প্রভাবশালী দেয়াল তোলায় মো. ইদ্রিসের (৫০) মরদেহ ভেতরে নিতে পারেনি তাঁর পরিবার। এতে রাস্তার পাশেই গোসল ও কাফনের কাপড় পরানো হয়েছে ওই ব্যক্তির।
আজ শুক্রবার উপজেলার সাতবাড়িয়া বহরমপাড়া মৌলবীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস ওই এলাকার আবদুল মাবুদের বড় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত্যুবরণ করেন। ভোরে তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হয়। তবে বাড়ির তিন দিকেই ১০ ফুট উঁচু দেয়াল থাকায় লাশ ঘরে ঢোকাতে পারেনি পরিবার। অপর দিকে একটি খাই (খাল) থাকায় ঘরে কেউ যাতায়াত করতে পারে না। ফলে ইদ্রিসের লাশ রাস্তার পাশে রেখে দাফন-কাফনের ব্যবস্থা করেছেন তাঁর আত্মীয়স্বজন।
ইদ্রিসের পিতা আবদুল মাবুদ বলেন, তাঁর ছেলের লাশ ঘরে নিতে না পেরে রাস্তার পাশে রেখে গোসল দেওয়ার পর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জুমার নামাজের পর দাফন করা হয়। অথচ এ বিষয়ে দুই মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে পৃথক লিখিত অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।
আবদুল মাবুদ আরও বলেন, দেয়াল নির্মাণকারীরা ধনী ও প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। এ ধরনের অমানবিক দৃশ্য দেখে এলাকার সাধারণ মানুষ হতবাক। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি উপজেলা ও থানা প্রসাশনকে জানানোর পরও আইনগত কোনো পদেক্ষপ নেয়নি প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিহিত করেছেন।
মাহমুদা বেগম আরও বলেন, ‘ব্যক্তিগত জমিতে দেয়াল নির্মাণ করলে আমাদের কিছু করার থাকে না। আদালত তদন্ত প্রতিবেদন চাইলে সেটাতে সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেওয়া যায়। আইনগতভাবে না হলে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়। এরপরও বিষয়টি যেহেতু অমানবিক, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির তিন দিকেই এক প্রভাবশালী দেয়াল তোলায় মো. ইদ্রিসের (৫০) মরদেহ ভেতরে নিতে পারেনি তাঁর পরিবার। এতে রাস্তার পাশেই গোসল ও কাফনের কাপড় পরানো হয়েছে ওই ব্যক্তির।
আজ শুক্রবার উপজেলার সাতবাড়িয়া বহরমপাড়া মৌলবীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস ওই এলাকার আবদুল মাবুদের বড় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) গভীর রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত্যুবরণ করেন। ভোরে তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হয়। তবে বাড়ির তিন দিকেই ১০ ফুট উঁচু দেয়াল থাকায় লাশ ঘরে ঢোকাতে পারেনি পরিবার। অপর দিকে একটি খাই (খাল) থাকায় ঘরে কেউ যাতায়াত করতে পারে না। ফলে ইদ্রিসের লাশ রাস্তার পাশে রেখে দাফন-কাফনের ব্যবস্থা করেছেন তাঁর আত্মীয়স্বজন।
ইদ্রিসের পিতা আবদুল মাবুদ বলেন, তাঁর ছেলের লাশ ঘরে নিতে না পেরে রাস্তার পাশে রেখে গোসল দেওয়ার পর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জুমার নামাজের পর দাফন করা হয়। অথচ এ বিষয়ে দুই মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে পৃথক লিখিত অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।
আবদুল মাবুদ আরও বলেন, দেয়াল নির্মাণকারীরা ধনী ও প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। এ ধরনের অমানবিক দৃশ্য দেখে এলাকার সাধারণ মানুষ হতবাক। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি উপজেলা ও থানা প্রসাশনকে জানানোর পরও আইনগত কোনো পদেক্ষপ নেয়নি প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিহিত করেছেন।
মাহমুদা বেগম আরও বলেন, ‘ব্যক্তিগত জমিতে দেয়াল নির্মাণ করলে আমাদের কিছু করার থাকে না। আদালত তদন্ত প্রতিবেদন চাইলে সেটাতে সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেওয়া যায়। আইনগতভাবে না হলে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়। এরপরও বিষয়টি যেহেতু অমানবিক, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
২৬ মিনিট আগেপটুয়াখালীর দুমকীতে ৮৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে একই বাড়ির মনিরুজ্জামান মনির (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার ভোররাত সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’—ফেসবুকে নিজের বদলির বিষয়টি তরমুজ খেয়ে বোঝার পরামর্শমূলক পোস্ট দিয়ে মুছে ফেলেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। আজ রোববার বিকেল ৫টা ২৪ মিনিটে পোস্টটি মুছে ফেলা হয় বলে জানা গেছে।
৩৩ মিনিট আগে