লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত ২০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত সুমন হোসেন ওই এলাকার ফয়েজ আহমেদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত সুমন মাদকাসক্ত।
পুলিশ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, আজ সকালে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলছিল। হঠাৎ সুমন হোসেন নামের এক যুবক স্কুলের ওয়াশরুমে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাঁকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্কুলের লাইব্রেরিতে ঢুকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি শিক্ষক সেতারা পারভীন ও শিক্ষার্থী রেদোয়ান হাসান রুপম, মো. ইয়াসিন, অনুশ্রী রানী দাস, আনাফ শাহরিয়ারসহ অন্তত ২০ জনকে এলোপাতাড়ি মারধর করেন। শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুমন এলাকার চিহ্নিত মাদক কারবারি ও নেশাগ্রস্ত। এর আগেও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নতুন করে এই হামলার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ এবং সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, ‘হঠাৎ একজন যুবক এসে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাকে বাধা দিতে গেলে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও সে হামলা করে। বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
লক্ষ্মীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত ২০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত সুমন হোসেন ওই এলাকার ফয়েজ আহমেদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত সুমন মাদকাসক্ত।
পুলিশ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, আজ সকালে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলছিল। হঠাৎ সুমন হোসেন নামের এক যুবক স্কুলের ওয়াশরুমে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাঁকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্কুলের লাইব্রেরিতে ঢুকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি শিক্ষক সেতারা পারভীন ও শিক্ষার্থী রেদোয়ান হাসান রুপম, মো. ইয়াসিন, অনুশ্রী রানী দাস, আনাফ শাহরিয়ারসহ অন্তত ২০ জনকে এলোপাতাড়ি মারধর করেন। শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুমন এলাকার চিহ্নিত মাদক কারবারি ও নেশাগ্রস্ত। এর আগেও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নতুন করে এই হামলার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ এবং সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, ‘হঠাৎ একজন যুবক এসে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাকে বাধা দিতে গেলে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও সে হামলা করে। বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ কৌশল করেছে। এত বড় প্রতারককে ধরার জন্য ডিবি পুলিশের টিমের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝির জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
৩ মিনিট আগেরাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
২০ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।
৪১ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কর্মী তানিমও মারা গেছেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম (২০) মারা যান।
১ ঘণ্টা আগে