মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে অনুপম চাকমা (৩৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিনি আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে রাত ১১টার দিকে বিজিবি ও পুলিশ তাঁকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অনুপম চাকমা খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের হরিনাথপাড়ার মনুজয় চাকমা ছেলে।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলি বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ পরে জানা যায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি যামিনীপাড়া জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুপম চাকমাকে উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অনুপম চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৩ বিজিবির এডি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল এলাকায় টহল দিচ্ছে। যামিনীপাড়া জোন সদরের আওতাধীন এলাকা ও অধীন সব বিওপি এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই পক্ষের গোলাগুলিতে অনুপম চাকমা (৩৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় প্রতিপক্ষের গুলিতে তিনি আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে রাত ১১টার দিকে বিজিবি ও পুলিশ তাঁকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পুলিশের পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত অনুপম চাকমা খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের হরিনাথপাড়ার মনুজয় চাকমা ছেলে।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলি বন্ধ হওয়ার বেশ কিছুক্ষণ পরে জানা যায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি যামিনীপাড়া জোনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনুপম চাকমাকে উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অনুপম চাকমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২৩ বিজিবির এডি নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল এলাকায় টহল দিচ্ছে। যামিনীপাড়া জোন সদরের আওতাধীন এলাকা ও অধীন সব বিওপি এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এম আবদুস সোবহানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১ মিনিট আগেবগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনে আহত গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে রমজান উপলক্ষে নামমাত্র ‘এক টাকা’ মূল্যে চাল, ছোলা, ডাল, তেল, ডিমসহ ২১ রকমের পণ্য নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ সোমবার সকালে নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহায়তায় ‘এক টাকায় রোজার বাজার’ কর্মসূচির মাধ্
১ ঘণ্টা আগেরাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে আলতাফ শাহ (৫২) নামের এক কৃষক নিখোঁজ রয়েছেন। তাঁর জমিতে মগজসদৃশ এক টুকরা মাংস এবং কিছুটা দূরে রাস্তায় ফোঁটা ফোঁটা রক্তের দাগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজ সোমবার ফসলের জমিতে গিয়ে আলতাফের মগজসদৃশ বস্তু দেখা যায়। খুনের পর তাঁর লাশ গুম
১ ঘণ্টা আগে