Ajker Patrika

চট্টগ্রামে বইমেলা থেকে জঙ্গি সন্দেহে দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বইমেলা থেকে জঙ্গি সন্দেহে দুজন আটক

চট্টগ্রামে ‘একুশে বইমেলা’ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এখনো কিছু না জানানোয় তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আজ সোমবার দেড়টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলা প্রাঙ্গণ থেকে তাঁদের আটক করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মো. ফারুক উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তিনি জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কিনা তা আমরা এখনই বলতে চাচ্ছি না। আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’ 

এদিকে কোতোয়ালি পুলিশও সন্দেহভাজন একজনকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তি নিজেকে একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’ 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী বই মেলা এলাকায় সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দারা বইমেলায় অবস্থান নেয়। একপর্যায়ে বইমেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে প্রথমে একজনকে আটক করে নিয়ে যায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এরপরই আরেকজন সন্দেহভাজনকে বইমেলা থেকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। 

গত রোববার বিকেলে জিমনেসিয়াম মাঠে ১৯ দিনব্যাপী এই বই মেলা উদ্বোধন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত