নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে এবার চাঁদা দাবি ও ডাকাতির মামলা করেছে তাঁরই এলাকার এক বাসিন্দা। মামলায় আরও ১১৬ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন।
এ সময় আদালত মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলা বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া ১৩ নম্বর ইসলামপুর ৮ নম্বর ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা।
মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও ডাকাতির অভিযোগ আনা হয়। মামলা আসামিদের অধিকাংশ রাঙ্গুনিয়ার স্থায়ী বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কেবিসি ব্রিকফিল্ড ও তৎসংলগ্ন মামলার বাদীর বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে বাদী বাড়িতে হানা দেন আসামির। প্রতিবাদ করলে বাদীকে মারধর করেন আসামিরা। পরে ঘর ভাঙচুর করে স্টিলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা, বাদীর বউয়ের ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে ৫ লাখ দাবি করা হয়।
চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেন আসামিরা। পরে ১ লাখ টাকা চাঁদা দিয়ে আসামিদের কাছ থেকে কোনো রকম রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে এবার চাঁদা দাবি ও ডাকাতির মামলা করেছে তাঁরই এলাকার এক বাসিন্দা। মামলায় আরও ১১৬ জনকে আসামি করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন।
এ সময় আদালত মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলা বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া ১৩ নম্বর ইসলামপুর ৮ নম্বর ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা।
মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও ডাকাতির অভিযোগ আনা হয়। মামলা আসামিদের অধিকাংশ রাঙ্গুনিয়ার স্থায়ী বাসিন্দা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কেবিসি ব্রিকফিল্ড ও তৎসংলগ্ন মামলার বাদীর বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে বাদী বাড়িতে হানা দেন আসামির। প্রতিবাদ করলে বাদীকে মারধর করেন আসামিরা। পরে ঘর ভাঙচুর করে স্টিলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা, বাদীর বউয়ের ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে ৫ লাখ দাবি করা হয়।
চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেন আসামিরা। পরে ১ লাখ টাকা চাঁদা দিয়ে আসামিদের কাছ থেকে কোনো রকম রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নরসিংদীতে দুটি বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজার ও মনোহরদী উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে দুলালপুর ইউনিয়নের
২৩ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও জুলাই আন্দোলনের স্মরণে প্রশ্ন করা হয়েছে।
২৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে। নিহত নারীর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
৩০ মিনিট আগেরাজধানীর কামরাঙ্গীরচরে চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
৩৮ মিনিট আগে