Ajker Patrika

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে চাঁদাদাবি ও ডাকাতির মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে চাঁদাদাবি ও ডাকাতির মামলা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে এবার চাঁদা দাবি ও ডাকাতির মামলা করেছে তাঁরই এলাকার এক বাসিন্দা। মামলায় আরও ১১৬ জনকে আসামি করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে এ মামলাটি করেন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন।

এ সময় আদালত মামলাটি সরাসরি এফআইআর হিসেবে গ্রহণ করতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছেন। 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলা বাদী মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি রাঙ্গুনিয়া ১৩ নম্বর ইসলামপুর ৮ নম্বর ওয়ার্ডের বাচুর মোহাম্মদ পাড়ার বাসিন্দা। 

মামলায় আসামিদের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর ও ডাকাতির অভিযোগ আনা হয়। মামলা আসামিদের অধিকাংশ রাঙ্গুনিয়ার স্থায়ী বাসিন্দা। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২ আগস্ট চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার কেবিসি ব্রিকফিল্ড ও তৎসংলগ্ন মামলার বাদীর বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে বাদী বাড়িতে হানা দেন আসামির। প্রতিবাদ করলে বাদীকে মারধর করেন আসামিরা। পরে ঘর ভাঙচুর করে স্টিলের আলমিরা ভেঙে ১ লাখ টাকা, বাদীর বউয়ের ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায় এবং বাদীর কাছ থেকে ৫ লাখ দাবি করা হয়।

চাঁদা না দিলে জানে মেরে ফেলার হুমকি দেন আসামিরা। পরে ১ লাখ টাকা চাঁদা দিয়ে আসামিদের কাছ থেকে কোনো রকম রক্ষা পান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত