Ajker Patrika

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে বৃদ্ধের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে বৃদ্ধের আকস্মিক মৃত্যু

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় ভিসা সেন্টারে এক বৃদ্ধার আকস্মিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে ভারতের সহকারী হাইকমিশনারের কার্যালয় সংলগ্ন ভিসা সেন্টারে এ ঘটনা ঘটে। অজিত কান্তি বড়ুয়া (৭০) নামে ওই বৃদ্ধা ভিসা সংগ্রহ করতে সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। নিহত অজিত কান্তি বড়ুয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল গ্রামে। ভিসার জন্য গত সপ্তাহে তিনি ভারতীয় ভিসা সেন্টারে আবেদন করেছিলেন। 

ওসি সন্তোষ কুমার বলেন, ‘ভিসা সংগ্রহ করতে অজিত কান্তি বড়ুয়া সোমবার বিকেলে ভিসা সেন্টারের গেটে লাইনে দাঁড়ান। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি আসায় তিনি তড়িঘড়ি করে সেন্টারের ভেতরে ঢুকে একটি চেয়ারে বসেন। এরপরই তিনি অসুস্থবোধ করেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে ভিসা সেন্টারের সামনে টহলরত পুলিশ সদস্যরা তাঁকে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি হার্টঅ্যাটাক করেছেন। তবে আমরা এখনো তাঁর ডেথ সার্টিফিকেট হাতে পাইনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত