Ajker Patrika

মিরসরাইয়ের আলোচিত সেই নাদিয়ার জামিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৩, ২০: ৩৬
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাইয়ের আলোচিত সেই বিএনপি সমর্থক নুসরাত নাদিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জিহান সানজিদার আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

নাদিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল করিম এরফানসহ আইনজীবী নেতারা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন বলেন, ‘আদালত আমাদের আবেদন আমলে নিয়ে নাদিয়া নুসরাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন। আমরা প্রাথমিকভাবে ন্যায়বিচার পেয়েছি।’

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘নাদিয়া নুসরাতের আমরা আইনি প্রক্রিয়ায় জামিন নিয়েছি। এখন আমরা নির্যাতনের সঙ্গে জড়িত চেয়ারম্যান মোস্তফার ছেলেসহ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং এই ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে বিচারের দাবি জানাই।’

জানা গেছে, ১৪ জুন চট্টগ্রাম কাজীর দেউড়ি চত্বরে বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন নাদিয়া নুসরাত। পথে সন্ত্রাসীরা তাঁকে মিরসরাইয়ের ইছাখালী শাহাজী বাজার এলাকা থেকে রাত ৯টার দিকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

পরে রাত ১২টার দিকে নাদিয়া নুসরাতকে জোরারগঞ্জ থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পরদিন বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় কেন্দ্রীয় বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। ১৮-১৯ জুন দুই দিন নাদিয়ার মুক্তির দাবি জানিয়ে ছাত্রদল চট্টগ্রাম বিভাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। ১৮ জুন সকালে নির্যাতনের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেনের শাস্তি দাবি করে চট্টগ্রাম কাজীর দেউড়ি নসিমন ভবনে সংবাদ সম্মেলন করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মিরসরাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল ও যুবদল। নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রামসহ নাদিয়া নুসরাতের পাশে দাঁড়ান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজিসহ বিভিন্ন সংগঠন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত