নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হেরোইন বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ সোমবার বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।
২১০ গ্রাম হেরোইন বহনের দায়ে এ মামলা করা হয়। দণ্ডিত মো. মনির হোসেন (৩৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। রায় দেওয়ার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মনিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৩ সালের ২৩ এপ্রিল রাতে কোতোয়ালি থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে থেকে মনির হোসেনকে ২১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯ (১) এর ১ (খ) ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৩ সালের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে। ২০১৩ সালের ২২ অক্টোবর মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এ জন্য পাঁচজনের সাক্ষ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়।
হেরোইন বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ সোমবার বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।
২১০ গ্রাম হেরোইন বহনের দায়ে এ মামলা করা হয়। দণ্ডিত মো. মনির হোসেন (৩৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। রায় দেওয়ার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মনিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৩ সালের ২৩ এপ্রিল রাতে কোতোয়ালি থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে থেকে মনির হোসেনকে ২১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯ (১) এর ১ (খ) ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৩ সালের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে। ২০১৩ সালের ২২ অক্টোবর মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এ জন্য পাঁচজনের সাক্ষ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়।
রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট (নিরাপদে দেশ ছাড়া) দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।
১ মিনিট আগেনেত্রকোনা সদরের দক্ষিণ মদনপুর এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মদনপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষতচিহ্ন রয়
৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ৮০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে সিলেট বিজিবি ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব জব্দ করে।
১২ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের মামলায় দুই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে