Ajker Patrika

শাহ আমানতে যাত্রীর কাছ থেকে মিলল ৩৪ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ জুন ২০২২, ১৬: ২৫
শাহ আমানতে যাত্রীর কাছ থেকে মিলল ৩৪ স্বর্ণের বার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা যাত্রীর কাছ থেকে ৩৪টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন তিনি। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। 

আটক যাত্রীর নাম মো. সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা। 

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক এম সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা সাইফুল ইসলামকে আটক করেন। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কালো টেপ দিয়ে স্বর্ণের বার ও চেইনগুলো মোড়ানো অবস্থায় জব্দ করা হয়।  

উপপরিচালক আরও বলেন, আটক সাইফুল ইসলাম নিয়মিত দুবাই আসা-যাওয়া করতেন। গত মে মাসেই তিনি দুবার দুবাই যান। তাঁকে স্বর্ণ চালানের পেশাদার বাহক বলে আমাদের মনে হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কাস্টমস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে অবৈধভাবে ১১টি চালানে প্রায় ৩৬ কেজি সোনা আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে এই বিমানবন্দর দিয়ে ১৮টি অবৈধ চালানে প্রায় ৭৮ কেজি সোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪১ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের মার্চ পর্যন্ত ১৮টি অবৈধ চালানে প্রায় ২০ কেজি সোনা আটক করা হয়। এর বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা। 

এর আগে গত রোববার সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ বিমানবন্দর যেন নিরাপদ চোরাচালানের রুট হিসেবে পরিণত হয়েছে। তবে, কী পরিমাণ সোনা চোরাচালানের মাধ্যমে আসছে তার হিসাব নেই। গত তিন বছরে এই বিমানবন্দর দিয়ে অবৈধভাবে আনা ১৩৪ কেজি সোনা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৭০ কোটি টাকার বেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত