সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সপ্তাহের ব্যবধানে আরেক সাংবাদিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পৌর সদরের শেখপাড়া এলাকায় সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছেন। ডাকাতের হামলায় দুজন আহত হয়েছেন।
খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।
ভুক্তভোগী সাংবাদিক শেখ সালাউদ্দিনের ছোট ভাই শেখ রাসেল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। এ সময় বাধা দিতে চাইলে তাঁর বড় ভাইয়ের মেয়ের জামাই জসিম ও তাঁর ভাই জাহাঙ্গীরকে মারধর করা হয়। পরে আলমারি ভেঙে ঘরের কাজের জন্য রাখা ১ লাখ ৩৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তাঁরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, ডাকাতেরা লুট শেষে চলে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ছুটে আসেন। কিন্তু ডাকাত দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যান। পরে তাঁরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকের বাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা কোনো সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে করছে বলে ধারণা তাঁর। এ ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এর আগে ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার উত্তর ফেদাইনগর এলাকায় একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একই রাতে ডাকাত দল ওই এলাকার আরও দুটি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সপ্তাহের ব্যবধানে আরেক সাংবাদিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পৌর সদরের শেখপাড়া এলাকায় সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছেন। ডাকাতের হামলায় দুজন আহত হয়েছেন।
খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।
ভুক্তভোগী সাংবাদিক শেখ সালাউদ্দিনের ছোট ভাই শেখ রাসেল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। এ সময় বাধা দিতে চাইলে তাঁর বড় ভাইয়ের মেয়ের জামাই জসিম ও তাঁর ভাই জাহাঙ্গীরকে মারধর করা হয়। পরে আলমারি ভেঙে ঘরের কাজের জন্য রাখা ১ লাখ ৩৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তাঁরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, ডাকাতেরা লুট শেষে চলে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ছুটে আসেন। কিন্তু ডাকাত দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যান। পরে তাঁরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকের বাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা কোনো সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে করছে বলে ধারণা তাঁর। এ ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এর আগে ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার উত্তর ফেদাইনগর এলাকায় একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একই রাতে ডাকাত দল ওই এলাকার আরও দুটি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে আহ্বায়ক (আংশিক) কমিটি পেল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এতে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও আনোয়ারার হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
২১ মিনিট আগেসাতক্ষীরা জেলা বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিভাগীয় সাংগঠনিক কমিটি। আজ রোববার দুপুরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে জেলার শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৩০ মিনিট আগেসাতক্ষীরার বালিথায় শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ সরদার নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের সোনালী ব্যাংক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগে