Ajker Patrika

যুবলীগ নেতা মুসলিম হত্যায় গ্রেপ্তার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
সাইফুল ইসলাম রাকিব ও আলতাফ হোসেন ওরফে জিহান। ছবি: সংগৃহীত
সাইফুল ইসলাম রাকিব ও আলতাফ হোসেন ওরফে জিহান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা মুসলিম উদ্দিন হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম ওরফে রাকিব (২০) ও আলতাফ হোসেন ওরফে জিহান (১৯)। রাকিব মুসলিম হত্যা মামলার ১ নম্বর আসামি ও জিহান ৩ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর। তিনি বলেন, মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে গতকাল গভীর রাতে গোপ্তাখালী এলাকায় অভিযান চালানো হয়। এতে মামলার মূল আসামি রাকিব ও তাঁর সহযোগী জিহানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ১৪ এপ্রিল তাঁর স্ত্রী মোছাম্মৎ লিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাকিব ও জি এমসহ চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আট-দশজনকে জনকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত