Ajker Patrika

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর উধাও, অবশেষে র‍্যাবের জালে ধরা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর উধাও, অবশেষে র‍্যাবের জালে ধরা

চট্টগ্রামের কর্ণফুলীতে বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ মামলার পলাতক আসামি মহসিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নগরীর ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কর্ণফুলী থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার মহসিন সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকার বাসিন্দা। 

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের নাম-পরিচয় গোপন করে দীর্ঘ এক বছর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন মহসিন। আমরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি। 

তিনি বলেন, ‘গত এক বছর আগে বাক্‌প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এরপর গ্রেপ্তার এড়াতে নিজের নাম–পরিচয় গোপন করেছেন তিনি। একের পর এক নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন। তবে শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো। গতকাল রাতে নগরীর ইপিজেড থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ 

র‍্যাব জানায়, গত বছরের ২৯ এপ্রিল কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকায় বাক্‌প্রতিবন্ধী এক কিশোরীকে মহসিন তাঁর বাসায় নিয়ে ধর্ষণ করে। মহসিন ওই এলাকার একটি চায়ের দোকানের কর্মচারী ছিলেন। পরে ঘটনাটি জানাজানি হলে ওই কিশোরীর মা বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি ধর্ষণ মামলা করলে মহসিন পালিয়ে যায়। 

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত