Ajker Patrika

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গত ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর থানা থেকে লুট হওয়া বিদেশি রিভলবার, গুলিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ছিনতাইয়ের প্রস্তুতিকালে নগরীর পাহাড়তলীর রাসমণি ঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন নগরীর বিভিন্ন সড়কে পথচারী ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছেন। গ্রেপ্তারের আগে তাঁরা রাশমণি ঘাটে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছ থেকে রিভলবার ও ছয়টি গুলির পাশাপাশি কয়েকটি ছোরাও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার বিদেশি রিভলবার ও গুলি তারা পাহাড়তলী থানার মালখানা থেকে লুট করে নিয়ে যায়। তারা নিজেরাই ওই সময় লুটপাটে অংশ নিয়েছিল। তাদের দাবি সঠিক কি না, সেটা আমরা যাচাই-বাছাই করে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত