Ajker Patrika

৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা
৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের রিভলবারসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

গত ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর থানা থেকে লুট হওয়া বিদেশি রিভলবার, গুলিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ছিনতাইয়ের প্রস্তুতিকালে নগরীর পাহাড়তলীর রাসমণি ঘাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মাঈনুর ইসলাম মামুন (২০) ও মো. জামাল (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন নগরীর বিভিন্ন সড়কে পথচারী ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করে আসছেন। গ্রেপ্তারের আগে তাঁরা রাশমণি ঘাটে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের কাছ থেকে রিভলবার ও ছয়টি গুলির পাশাপাশি কয়েকটি ছোরাও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার বিদেশি রিভলবার ও গুলি তারা পাহাড়তলী থানার মালখানা থেকে লুট করে নিয়ে যায়। তারা নিজেরাই ওই সময় লুটপাটে অংশ নিয়েছিল। তাদের দাবি সঠিক কি না, সেটা আমরা যাচাই-বাছাই করে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত