কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী চলন্ত বাসে গৃহবধূকে (১৯) ধর্ষণ মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার তাঁদের চট্টগ্রামের আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক মো. আজাদ খান প্রকাশ রানা (২০)। তিনি পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং অপরজন চালকের সহকারী (হেলপার) সাহেদুল ইসলাম মিজান (১৯)। তিনি আনোয়ারার সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা।
কর্ণফুলী শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’
এর আগে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে পটিয়ার মনসা বাদামতল গ্রাম থেকে বাসে করে চট্টগ্রাম শহরে স্বামীর বাসার যাওয়ার পথে কর্ণফুলী সেতুতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা অন্য যাত্রীরা মইজ্জ্যারটে এলাকায় নেমে গেলে বাসটিতে একা হয়ে যান ওই নারী। চলন্ত বাসটি সেতুর টোল প্লাজা পার হতেই মুখ চেপে ধরে জোরপূর্বক বাসের পেছনের সিটে নিয়ে মারধর ও চালক-হেলপার পাল্লাক্রমে ধর্ষণ করেন। পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়া শান্তিরহাট বাজারে এসে ভুক্তভোগীকে রাস্তায় নেমে দিয়ে পালিয়ে যায়।
চট্টগ্রামের কর্ণফুলী চলন্ত বাসে গৃহবধূকে (১৯) ধর্ষণ মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার তাঁদের চট্টগ্রামের আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক মো. আজাদ খান প্রকাশ রানা (২০)। তিনি পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং অপরজন চালকের সহকারী (হেলপার) সাহেদুল ইসলাম মিজান (১৯)। তিনি আনোয়ারার সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা।
কর্ণফুলী শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’
এর আগে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে পটিয়ার মনসা বাদামতল গ্রাম থেকে বাসে করে চট্টগ্রাম শহরে স্বামীর বাসার যাওয়ার পথে কর্ণফুলী সেতুতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা অন্য যাত্রীরা মইজ্জ্যারটে এলাকায় নেমে গেলে বাসটিতে একা হয়ে যান ওই নারী। চলন্ত বাসটি সেতুর টোল প্লাজা পার হতেই মুখ চেপে ধরে জোরপূর্বক বাসের পেছনের সিটে নিয়ে মারধর ও চালক-হেলপার পাল্লাক্রমে ধর্ষণ করেন। পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়া শান্তিরহাট বাজারে এসে ভুক্তভোগীকে রাস্তায় নেমে দিয়ে পালিয়ে যায়।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কলাবাগান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ অর্ধগলিত হওয়ায় পুরুষ নাকি নারী, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। লাশের আংশিক পোড়ানো বলে পুলিশ ধারণা করছে। আজ রোববার সন্ধ্যায় পৌরসভার গড়গড়িয়া এলাকা থেকে অজ্ঞাতনামা ওই লাশ উদ্ধার
৫ মিনিট আগেনিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীর মার্চ ফর খেলাফত কর্মসূচি ঘিরে গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২২ মিনিট আগেদেশের অবস্থা ভালো না উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের শান্তিতে রাখেন। আজ রোববার টাঙ্গাইলের সখীপুরে তৈলধারা বাজারে এক ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩১ মিনিট আগেরাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক (ডিডি) রোজী খন্দকারকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দালালদের মাধ্যমে জমা দেওয়া ফাইলের কাজ আগে করা এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ রয়েছে। বর্তমানে এ অভিযোগের তদন্ত চলছে।
৩৫ মিনিট আগে