Ajker Patrika

চট্টগ্রামে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণ, চালক–হেলপার কারাগারে 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২: ০৫
চট্টগ্রামে চলন্ত বাসে গৃহবধূকে ধর্ষণ, চালক–হেলপার কারাগারে 

চট্টগ্রামের কর্ণফুলী চলন্ত বাসে গৃহবধূকে (১৯) ধর্ষণ মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার তাঁদের চট্টগ্রামের আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এর আগে গতকাল মঙ্গলবার কর্ণফুলী সেতুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসচালক মো. আজাদ খান প্রকাশ রানা (২০)। তিনি পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকার বাসিন্দা এবং অপরজন চালকের সহকারী (হেলপার) সাহেদুল ইসলাম মিজান (১৯)। তিনি আনোয়ারার সরেঙ্গা গ্রামের রাজা তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা।

কর্ণফুলী শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

এর আগে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে পটিয়ার মনসা বাদামতল গ্রাম থেকে বাসে করে চট্টগ্রাম শহরে স্বামীর বাসার যাওয়ার পথে কর্ণফুলী সেতুতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গাড়িতে থাকা অন্য যাত্রীরা মইজ্জ্যারটে এলাকায় নেমে গেলে বাসটিতে একা হয়ে যান ওই নারী। চলন্ত বাসটি সেতুর টোল প্লাজা পার হতেই মুখ চেপে ধরে জোরপূর্বক বাসের পেছনের সিটে নিয়ে মারধর ও চালক-হেলপার পাল্লাক্রমে ধর্ষণ করেন। পরে বাসটি বিভিন্ন জায়গা ঘুরে পটিয়া শান্তিরহাট বাজারে এসে ভুক্তভোগীকে রাস্তায় নেমে দিয়ে পালিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত