Ajker Patrika

চট্টগ্রামে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে তিন ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে তিনটি অবৈধ ইটভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার উপজেলার হাসিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এবং চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনউদ্দীন ফয়সল। 

অভিযানে পাহাড়–কৃষি জমি থেকে মাটি কাটা এবং লাইসেন্স নবায়ন না থাকায় মেসার্স আলী শাহ ব্রিকসের স্বত্বাধিকারী আব্দুল জব্বার (২০), মেসার্স বার আউলিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারের স্বত্বাধিকারী মো. জাফর উল্লাহ (৪১) ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ম্যানুফ্যাকচারের আরাফাতুল হকসহ (২৭) প্রত্যেককে ৩ লাখ টাকা করে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ উৎস থেকে মাটি সংগ্রহ করে বিভিন্ন অনিয়মের মধ্যে ইটভাটা পরিচালনা করার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) এর ১৫ (১) ধারায় তিনজনকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত