Ajker Patrika

চট্টগ্রামে জেলে পল্লিতে আগুন, ৪ কোটি টাকার ক্ষতি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে জেলে পল্লিতে আগুন, ৪ কোটি টাকার ক্ষতি

চট্টগ্রামের আনোয়ারায় জেলে পল্লিতে অগ্নিকাণ্ডে ৪৬টি ছোট–বড় বসত ঘর পুড়ে গেছে। আজ সোমবার উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের উজান মাঝির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত জেলেরা। 

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা দেড়টার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা দেড়টার থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

জেলে পল্লিতে আগুনে ক্ষতিগ্রস্ত বসত ঘরতিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৪৬টি ছোট–বড় ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘরগুলোতে জেলেদের ট্রলারের তেল আর জাল থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। পাশাপাশি বাতাসের কারণে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত