নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সিআরবিতে আবহমান বাংলার ঋতুরাজ বসন্ত বরণের উৎসব মাঝপথে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সিআরবি শিরীষতলায় আজ শনিবার সকালে শুরু হওয়া এই উৎসব বিকেলে দ্বিতীয় পর্বের শুরুর কিছু সময় আগে বাতিল করা হয়। এর আগে সকালে আবৃত্তি সংগঠন ‘প্রমা’র আয়োজনে ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠান শুরু হয়। এতে বাংলার চিরাচরিত সাজে শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়।
‘দ্য ভায়োলিনিস্ট চিটাগংয়ের’ যন্ত্রসংগীত বাদনের মধ্য দিয়ে সূচনা হয় উৎসব। এরপর ‘ওডিসি অ্যান্ড ড্যান্স মুভমেন্ট সেন্টার, নটরাজ নৃত্যাঙ্গন, নৃত্যানন্দ, নৃত্যরূপ একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়ের শিল্পীরাও দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলে। ফাঁকে ফাঁকে ছিল একক গান ও আবৃত্তিশিল্পীদের পরিবেশনা। সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসব রাত ৮টার আগে শেষ করার পরিকল্পনা ছিল আয়োজক সংগঠনের।
রেলওয়ে মালিকানাধীন সিআরবি শিরীষতলায় রেলওয়ের অনুমতি নিয়ে দুই পর্বের এই অনুষ্ঠান বেলা ১টা পর্যন্ত চলার পর খাবারের বিরতি দেওয়া হয়। বেলা ৩টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর কথা ছিল। কিন্তু এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ ‘অনিবার্যকারণবশত’ মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করে। এ সময় স্পনসর প্রতিষ্ঠান মঞ্চ গুটিয়ে ফেলে। পরে আয়োজকসহ অন্যরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান না চালিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
আয়োজক সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবারের মতো রেল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই শিরীষতলায় বসন্ত উৎসব আয়োজন করা হয়। দুপুরে আমরা খাবারের বিরতি দিই। বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর আগে হঠাৎ রেল কর্তৃপক্ষ ফোন করে আমাদের মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করার সিদ্ধান্তের কথা জানায়। ওনারা কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা ওনারাই ভালো বলতে পারবেন। এ ধরনের ঘটনা আগে কখনো হয়নি।’
রাশেদ বলেন, ‘আমরা বাইরে বিভিন্ন কথা শুনেছি। এরপর বিষয়টি নিয়ে আর ঝামেলায় না গিয়ে আমরা অনুষ্ঠান না করে সেখান থেকে চলে আসি।’
সংগঠনটির অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসব রাত ৮টার আগে শেষ করার পরিকল্পনা ছিল আয়োজক সংগঠনের।
চট্টগ্রামে সিআরবিতে আবহমান বাংলার ঋতুরাজ বসন্ত বরণের উৎসব মাঝপথে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সিআরবি শিরীষতলায় আজ শনিবার সকালে শুরু হওয়া এই উৎসব বিকেলে দ্বিতীয় পর্বের শুরুর কিছু সময় আগে বাতিল করা হয়। এর আগে সকালে আবৃত্তি সংগঠন ‘প্রমা’র আয়োজনে ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠান শুরু হয়। এতে বাংলার চিরাচরিত সাজে শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়।
‘দ্য ভায়োলিনিস্ট চিটাগংয়ের’ যন্ত্রসংগীত বাদনের মধ্য দিয়ে সূচনা হয় উৎসব। এরপর ‘ওডিসি অ্যান্ড ড্যান্স মুভমেন্ট সেন্টার, নটরাজ নৃত্যাঙ্গন, নৃত্যানন্দ, নৃত্যরূপ একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়ের শিল্পীরাও দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলে। ফাঁকে ফাঁকে ছিল একক গান ও আবৃত্তিশিল্পীদের পরিবেশনা। সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসব রাত ৮টার আগে শেষ করার পরিকল্পনা ছিল আয়োজক সংগঠনের।
রেলওয়ে মালিকানাধীন সিআরবি শিরীষতলায় রেলওয়ের অনুমতি নিয়ে দুই পর্বের এই অনুষ্ঠান বেলা ১টা পর্যন্ত চলার পর খাবারের বিরতি দেওয়া হয়। বেলা ৩টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর কথা ছিল। কিন্তু এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ ‘অনিবার্যকারণবশত’ মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করে। এ সময় স্পনসর প্রতিষ্ঠান মঞ্চ গুটিয়ে ফেলে। পরে আয়োজকসহ অন্যরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান না চালিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
আয়োজক সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবারের মতো রেল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই শিরীষতলায় বসন্ত উৎসব আয়োজন করা হয়। দুপুরে আমরা খাবারের বিরতি দিই। বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর আগে হঠাৎ রেল কর্তৃপক্ষ ফোন করে আমাদের মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করার সিদ্ধান্তের কথা জানায়। ওনারা কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা ওনারাই ভালো বলতে পারবেন। এ ধরনের ঘটনা আগে কখনো হয়নি।’
রাশেদ বলেন, ‘আমরা বাইরে বিভিন্ন কথা শুনেছি। এরপর বিষয়টি নিয়ে আর ঝামেলায় না গিয়ে আমরা অনুষ্ঠান না করে সেখান থেকে চলে আসি।’
সংগঠনটির অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসব রাত ৮টার আগে শেষ করার পরিকল্পনা ছিল আয়োজক সংগঠনের।
নগরের হালিশহর এইচ-ব্লক জামে মসজিদ কমিটির সভাপতি প্রফেসর নুরুল আবছার গত শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তাঁর এক বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রমজান মাস ঘিরে এলাকায় পুলিশের টহল ও নজরদারি চেয়ে নিকটবর্তী থানায় একটি আবেদন করেছিলেন
৬ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে। ব্যাটারিচালিত মেশিনের সাহায্যে রাতে অসাধু ব্যক্তিরা নদীর বিভিন্ন অংশে মাছ শিকার করছেন। এতে মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে।
৭ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে সরকারি প্রকল্পে বালু ভরাটের নামে নদীতে অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু লুটের অভিযোগ উঠেছে এক বিএনপির নেতার বিরুদ্ধে। তিনি রাজনৈতিক ক্ষমতার দাপটে খননযন্ত্রে সাইনবোর্ড টাঙিয়ে অবাধে বালু লুট করছেন।
৭ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ২০০৮ সালে বিভিন্ন খালের ওপর নির্মাণ করা হয়েছিল ২১টি আয়রন সেতু। এই সেতুগুলো নির্মাণে ঠিকাদারির কাজ করেছিলেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। গত আট মাসে এর ১০টি সেতু ভেঙে পড়েছে। এসব সেতু ভেঙে
৭ ঘণ্টা আগে