Ajker Patrika

উপজেলা নির্বাচন: আনোয়ারায় ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৪, ০৮: ৪৬
উপজেলা নির্বাচন: আনোয়ারায় ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২

চট্টগ্রামের আনোয়ারায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার বরুমছড়া আখতারুজ্জামান চৌধুরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম) ও কাজী মোজাম্মেল হকের (আনারস) সমর্থকদের মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তৌহিদুল হক চৌধুরীর সমর্থক জাহিদ হাসান ও মামুন মাথায় গুরুতর আঘাত পান। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জাহিদ হাসান। ছবি: সংগৃহীতএই তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় দুজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে স্ট্রাইকিং ফোর্স গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত